
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ 'আইপিএল'-এর জনক হিসেবে পরিচিত ললিত মোদী (Lalit Modi) ভারতের নাগরিকত্ব ছাড়তে চলেছেন। এই কারণে দেশের প্রাক্তন ক্রিকেট কর্তা ভারতের পাসপোর্ট ফেরত দিতে আবেদন করেছেন। সব ঠিকঠাক চললে আইপিএলের প্রাক্তন কর্তা প্রাক্তন ভারতীয় নাগরিক হয়ে যাবেন। যদিও তাঁর আর্থিক কেলেঙ্কারিটা রেকর্ডে থেকে যাবে। অর্থ পাচার ও তহবিল তছরুপ সংক্রান্ত মামলায় জড়িয়ে দেশ ছেড়ে পলাতক প্রাক্তন ক্রিকেট কর্তা তথা শিল্পপতি ললিত মোদী লন্ডনে ভারতের পাসপোর্ট ফিরিয়ে দিলেন। ভারতের জেলে জীবন শেষ হয়ে যাওয়ার বদলে, নাগরিকত্ব ছেড়ে আইনি দিক থেকে মুক্তি পাওয়ার বড় প্রক্রিয়া পূর্ণ করলেন ললিত মোদী। বলিউডের তারকা অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যায়।
ভানুয়াতুর সঙ্গে ভারতের বন্দি প্রত্যাপর্ণ চুক্তি না থাকায়, ভারতে অনেক বড় কেলেঙ্কারি করেও, আইনত মুক্তি পেয়ে যেতে পারেন আইপিএলের প্রাক্তন গর্ভনর। ললিত মোদীর আইনজীবী জানালেন, লন্ডনে ভারতীয় হাইকমিশনে পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন তার মক্কেল। এবং তিনি ইতিমধ্যেই দক্ষিণ প্রশান্ত মহারাগরের কোলে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন।
ললিত মোদীর কেলেঙ্কারি
ইন্টারপোলের রেড কর্নার নোটিশ রয়েছে ললিত মোদীর বিরুদ্ধে। বারবার দাবি ওঠা সত্ত্বেও ললিত মোদীকে গ্রেফতার করতে পারেনি। ২০১০ সালের আইপিএলের পর বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ললিত মোদীকে বিসিসিআই থেকে সাসপেন্ড করা হয়। এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি ভারত ছেড়ে পালিয়ে যান। বছর দুয়েক পর জানা যায়, ললিত মোদী লন্ডনে রয়েছেন।
ভানুয়াতু: ললিত মোদীর দেশ
ভারতের পাসপোর্ট ফিরিয়ে ওশিয়ানিয়া মহাদেশের ছোট্ট দ্বীপপুঞ্জের দেশ ভানুয়াতুর নাগরিকত্ব নিচ্ছেন দেশের প্রাক্তন প্রভাবশালী ক্রিকেট কর্তা ললিত মোদী। সূত্রের খবর, ৬১ বছরের ললিত মোদী ভানায়াতুতে জমিয়ে ব্যবসা করছেন। অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশে ভানায়াতু চারিদিকে প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউয়ে মত্ত থাকে। মাত্র ৩ লক্ষ ২০ হাজার দেশ ভানায়াতুর নতুন নাগরিক এখন ভারত থেকে পলাতক অভিযুক্তর নিরাপদ দেশ।