
Mohun Bagan Super Giant Vs FC Goa, ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যেই শিল্ড উইনার হিসাবে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। নকআউট পর্বে নামার আগে লিগে নিজেদের শেষ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে মেরিনার্স। আজ, শনিবার (৮ মার্চ) কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি আয়োজিত হবে। আইএসএলের বর্তমান স্থানে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়াও সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট তুলে নিয়েছে তারা তবে টেবিল টপার মোহনবাগান তাদের থেকে ৫ পয়েন্ট এগিয়ে। আইএসএলে নিজেদের শেষ ম্যাচে মুম্বই সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে, ঘরের মাঠে মহামেডান এসসিকে ২-০ গোলে হারিয়েছে এফসি গোয়া। আইএসএলের ইতিহাসে ৮ বার মুখোমুখি হয়েছে এফসি গোয়া ও মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান পাঁচটি জয় নিয়ে এগিয়ে রয়েছে এবং গোয়া দুবার জয় পেয়েছে। বাকি একটি ম্যাচ ড্র হয়। ISL 2024-25 Live Streaming: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫
A special night awaits! Today we lift the ISL Shield with all of you! Joy Mohun Bagan! 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/BeyoEYVbLw
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 8, 2025
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
৮ মার্চ কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Salt Lake) আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়ার ম্যাচ।
কখন থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে