ভূতুড়ে রাজনীতি নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। আর সেই কারণে ভুয়ো ভোটার খুঁজতে পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে নির্বাচন কমিশনে বিজেপির বিরুদ্ধে নালিশও জানিয়েছে রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে এবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেছেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আসলে ভয় পেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে ২০২৬-এর নির্বাচনে তাঁর দল জিততে পারবেন না। কারণ বিগত কয়েকমাসে দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বিজেপি যেভাবে দাপটের সঙ্গে জিতেছে, তাতে তিনি ভীত হয়ে পড়েছেন। সেই কারণে তিনি ভয় পেয়েছেন"।

ভূতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব অগ্নিমিত্রা

অগ্নিমিত্রা আরও বলেন, "এই ভয় পেয়েই বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন। ভুয়ো ভোটার ইস্যু নিয়ে নিজের ঘাড়ের দোষ অন্যের ওপর দেওয়ার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ১৪-১৫ বছর ধরে ভুয়ো ভোটার বা ভূতুড়ে ভোটারদের নিয়েই ভোটে জিতেছেন। বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে ভোটে জিতেছেন। বাংলায় ৩০ শতাংশ সংখ্যালঘুদের জন্যই উনি কাজ করছেন। উনি এই রাজ্যে তোষণের রাজনীতি করছেন"।

দেখুন ভিডিয়ো

ভূতুড়ে ভোটার ইস্যুতে সরব শাসক-বিরোধীরা

প্রসঙ্গত, গত মাসে তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় ভূতুড়ে ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। যদিও এই নিয়ে পাল্টা শাসক দলের বিরুদ্ধেই আঙুল তুলেছে বিজেপি।