IND vs NZ, Champions Trophy Final Pitch and Weather Report: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ ফাইনালে খেলায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। মেন ইন ব্লু গ্রুপ-পর্বের অপরাজিত থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে নামে। সেখানে স্টিভ স্মিথের নেতৃত্বে অজিরা প্রথমে ব্যাট করে ২৬৪ রান করে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্মিথ ৭৩ রান করেন। ৬১ রানের ইনিংস খেলে অধিনায়ককে সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি। তবে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ৮৪ রান করে ভারতকে সহজেই ফিনিশিং লাইন অতিক্রম করতে সাহায্য করে। ভারত চার উইকেট এবং ১১ বল বাকি থাকতেই রান তাড়া করে প্রচুর আত্মবিশ্বাসী। আগামীকাল, রবিবার ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধেও নিজেদের সেরাটা দিতে চাইবে তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের আগে কেমন থাকবে আবহাওয়া অথবা কেমন হবে পিচ, এখানে নীচে সবিস্তারে সব জানানো হল। Virat Kohli Injury Scare: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে চোট পেলেন বিরাট কোহলি, সামনে এল রিপোর্ট
ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পিচ
EXCLUSIVE 🚨
Dubai Pitch for the ICC Champions trophy Final match between India and New Zealand #sportspavilionlk #danushkaaravinda #INDvNZ #IndvsNz #ChampionsTrophyFinal #NZvsIND pic.twitter.com/4ifm6eGU1N
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) March 8, 2025
ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পিচ রিপোর্ট
বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে, ভারত বনাম পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের জন্য যে পিচ ব্যবহার করা হয়েছিল, সেই পিচ এই ফাইনালে ফের ব্যবহার করা হবে। এরই মধ্যে কর্তৃপক্ষ এই পিচকে যথেষ্ট বিশ্রাম দিয়েছে বলে জানা গেছে। তারপরও পাকিস্তানের হাই স্কোরিং পিচের তুলনায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ স্লো হয়ে পড়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে নিয়মিত ব্যাটসম্যানদের চমকে দেওয়ার জন্য টার্নের সুযোগ নিতে পারবে স্পিনাররা। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল জুড়েই ভালো স্পিনার মাঠে নামিয়েছে ভারত। রবিবারও নিউজিল্যান্ডের বিপক্ষে একই পন্থা অবলম্বন করতে চাইবে ভারত।
ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আবহাওয়া রিপোর্ট
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সময় আকাশ পরিষ্কার থাকবে। ৯ মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র এক শতাংশ। দিনের বেলা তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আর্দ্রতার মাত্রা ৫৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়, তবে বাতাসের গতিবেগ ১৫ কিমি/ ঘন্টা থেকে ৩০ কিমি / ঘন্টা এর মধ্যে থাকবে। দুবাইয়ে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ফাইনালের জন্য ভারতের ক্ষেত্রে স্পিন বোলিং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।