তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হলে টিম ইন্ডিয়াকে হারাতে হবে তাদের শক্ত গাঁট কিউইদের। যে কিউই দল মাস কয়েক আগে ভারতে এসে রোহিত শর্মাদের টেস্ট সিরিজে ০-৩ হারের মহালজ্জা হজম করিয়েছে। কেন উইলিয়ামসন, রচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনারদের বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলিদের জয়ের প্রার্থনায় দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনা শুরু হয়ে গিয়েছে। রবিবারের ফাইনালে নিয়ে গোটা দেশ ক্রিকেট জ্বরে ভুগতে শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় হরিদ্বারের গঙ্গার ঘাটে রোহিত শর্মাদের কাপ জয়ের প্রার্থনায় বিশেষ পুজো ও আরতি হল। গঙ্গা দেবীর কাছে রোহিতদের সাফল্যের জন্য প্রার্থনা করতে দেখা গেল বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমীদের। হরিদ্বারে গঙ্গাপুজোর মত মুম্বইয়ে যজ্ঞ, দিল্লিতে ব্রত, কলকাতার পাড়ায় পাড়ায় পতাকা, ক্রিকেটারদের ছবি লাগানো শুরু হয়েছে।

দেখুন রোহিতদের কাপ জেতার প্রার্থনায় হরিদ্বারে চলছে গঙ্গাপুজো

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)