বৃহস্পতিবার বিকেলে আচমকাই আগুন লাগল কাশ্মীরের শঙ্করাচার্য পাহাড়ের (Shankaracharya Hill) জঙ্গলে। জানা যাচ্ছে তীব্র তাপপ্রবাহের কারণেই আগুন লেগেছিল। আর এই আগুন দেখে তৎপরতার সাথে স্থানীয় দমকল বিভাগে খবর দেন স্থানীয় একটি হোটেলের ম্যানেজার। ইমতিয়াজ নামে ওই ব্যক্তি বলেন, "জঙ্গল থেকে ধোঁয়া দেখতে পেয়েই আমরা দমকলে খবর দিই। তারপর তাঁরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন"। হোটেলের কর্মীদের তৎপরতার কারণেই দ্রুত সেখানে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করে। এবং কয়েকঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণেও চলে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবেব আগুন কীভাবে লাগল তা তদন্ত করেই জানা যাবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।
#WATCH | Kashmir, J&K: A hotel manager where the fire broke out, Imtiyaz says, "There is a forest area, and the temperature has been high. When we observed minor smoke, we immediately called the fire brigade. They came immediately. Now, the fire is under control." https://t.co/7PavcJRDMk pic.twitter.com/3pQQl9InqH
— ANI (@ANI) July 11, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)