নয়া দিল্লি, ৩০ ডিসেম্বর: দেশের ধনীতম মুখ্যমন্ত্রীর তকমা পেলেন অন্ধ্র প্রদেশের এন চন্দ্রবাবু নাইডু (N. Chandrababu Naidu) ৯৩১ কোটি ৮৩ লক্ষ ৭০ টাকার সম্পত্তির মালিক চন্দ্রবাবু যেখানে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী, সেখানে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সম্পত্তির বিচারে দরিদ্রতম মুখ্যমন্ত্রী। দেশের ধনীতম মুখ্যমন্ত্রীর তকমা পেলেন অন্ধ্র প্রদেশের এন চন্দ্রবাবু নাইডু (N. Chandrababu Naidu)। ১৫ লক্ষ ৩৮ হাজার টাকা সম্পত্তির মালকিন মমতাকেই ভারতের সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী হিসেবে অ্য়াসোসিয়াশন ফর ডেমোক্রাটিক রিফর্মস বা ADR-র রিপোর্টে উঠে এল।
দেশের সব কটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসেবের পর কারা কতটা ধনী, বা গরীব, তার তালিকা প্রকাশ করল অ্য়াসোসিয়াশন ফর ডেমোক্রাটিক রিফর্মস। চন্দ্রবাবু নাইডুর পর তালিকায় দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। কর্ণাটকের কংগ্রসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় তিন নম্বরে থাকলেন। সিদ্দারামাইয়ার সম্পত্তির পরিমাণ ৫১৯ কোটি টাকা।
অন্যদিকে, গরীব মুখ্যমন্ত্রীদের তালিকায় মমতার আগে আছেন জম্মু-কাশ্মীরের ওমর আবদুল্লা (৫৫ লক্ষ ২৪ হাজার) ও কেরলের পিনরাই বিজয়ন (১ কোটি)।
মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা
চন্দ্রবাবু ধনীতম মুখ্যমন্ত্রী, CM মমতা দরিদ্রতম
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu (@ncbn) is the richest chief minister in India with assets worth over Rs 931 crore, while West Bengal's @MamataOfficial is the poorest with just Rs 15 lakh, according to an Association for Democratic Reforms (ADR) report released… pic.twitter.com/ykvqvRkYxb
— IndiaToday (@IndiaToday) December 30, 2024
বিজেপির মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরীব রাজস্থানের ভজন লাল শর্মা (১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার টাকা)। দেশের ধনীতম ও দরিদ্রতম মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমানের ফারাকটা অনেক। মমতার চেয়ে ৯৩১ কোটি ২৫ লক্ষ টাকা বেশী সম্পত্তি চন্দ্রবাবুর।