Sukesh Chandrasekhar and Jacqueline Fernandez (Photo Credits: X)

দিল্লি, ২৭ ডিসেম্বর: জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) আঙুরের বাগান উপহার দিতে চান সুকেশ চন্দ্রশেখর। জ্য়াকলিন যেন তাঁর জেল থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করেন। তিনি জ্যাকলিনের হাত ধরে আঙুরের বাগানে হাঁটতে চান। খ্রিস্টমাসে এবার এমনই মন্তব্য করলেন ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর।

কনম্যান সুকেশ (Sukesh Chandrasekhar) বলেন, এই মুহূর্তে তাঁর কিছু করার নেই। তবে জ্যাকলিনকে তিনি ওয়াইন শুধু নয়, গোটা বাগান উপহার দিতে চান। যেখানে অবসরে তিনি জ্যাকলিনের হাত ধরে হাঁটতে পারবেন। এসব কথা শুনলে অনেকেই তাঁর মস্তিষ্ক বিকৃতির কথা ভাবতে পারেন। তবে তিনি জ্যাকলিনের ভালাবাসার জন্য পাগল। তিনি জ্যাকলিনের জন্য সবকিছু করতে পারেন বলেও নিজের চিঠিতে জানান সুকেশ চন্দ্রশেখর।

২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করা হলে, তাঁর সূত্র ধরে জ্যাকলিন ফার্নান্ডেজকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়। এমনকী সুকেশের সঙ্গে তাঁর কোনও প্রেমের সম্পর্কে নেই বলে দাবি করেন জ্যাকলিন। যদিও অভিনেত্রী য দাবিই করুন না কেন, সুকেশ তাঁর পিছু ছাড়তে রাজি নন।