Allahabad High Court (Photo Credits: Wikipedia)

এলাহাবাদ, ৩০ ডিসেম্বর: জামাইবাবু-শ্যালিকার মধ্যে প্রেমঘটিত সম্পর্ককে অনৈতিক বলে জানাল এলাহাবাদ হাইকোর্ট। যদিও শ্যালিকা সাবালক হওয়ায় জামাইবাবুর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ খারিজ হল। ফলে শালির আনা ধর্ষণের অভিযোগে জামিন পেয়ে গেলেন জামাইবাবু। এমনই ঘটনা ঘটল উত্তর প্রদেশে।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপকি সমির জৈন এক ব্যক্তির জামিনের আবেদন মঞ্জর করেন। যার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬, ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছিল তার শ্যালিকা (স্ত্রী-র বোন)-কে প্রলুব্ধ করে বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌনতায় বাধ্য করায় ।

দেখুন খবরটি

 

অন্যদিকে, জামিনের আবেদন করে সেই ব্যক্তির আইনজীবী বলেছিলেন, শালির সঙ্গে জামাইবাবুর মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু সেটা দুজনের সম্মতিতেই। শালি সব কিছু জেনেই জামাইবাবুর সঙ্গে সম্পর্কে ও যৌনতায় রাজি হয়েছিল বলেও দাবি করা হয়। চলতি বছর জুলাইয়ে সেই ব্যক্তিকে নিজের শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়। বেশ কিছু দিক বিবেচনা করে তাকে জামিন দেওয়া হল। তার মধ্যে একটি হল ব্যক্তির এর আগে কোনও অপরাধের সঙ্গে সম্পর্ক ছিল না। এবং আদালতের সামনে স্বীকার করেছে, যে তার অবৈধ সম্পর্ক ছিল।