Malayalam Actor Dileep Shankar Dies (Photo Credits: X)

Dileep Shankar Dies: জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্করের রহস্য মৃত্যু। তিরুবনন্তপুরমের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে চলচ্চিত্র এবং ধারাবাহিক অভিনেতা দিলীপের দেহ। রবিবার তিরুবনন্তপুরমের ভ্যানরোজ জংশনের একটি বেসরকারি হোটেলের ঘর থেকে মিলেছে অভিনেতার মৃতদেহ। দিলীপের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, ধারাবাহিকে শুটিংয়ের জন্যে তিরুবনন্তপুরমের ওই হোটেলে চারদিন আগে একটি রুম বুক করেছিলেন অভিনেতা। হোটেল কর্মীরা জানাচ্ছেন, গত দুদিন ধরে নিজের রুম থেকে বের হয়ে দেখা হননি দিলীপ। এদিকে তাঁর সহ-কর্মীরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না দু দিন ধরে। তাঁকে ফোনে না পেয়ে দুশ্চিন্তা শুরু করেন সহ কর্মীরা। শেষমেশ উদ্বিগ্ন হয়ে তাঁরা ওই হোটেলে পৌঁছন। হোটেল কর্মীদের জানাতে ঘর খোলার ব্যবস্থা করা হয়। হোটেলের ঘর খুলতেই মিলল অভিনেতার নিথর দেহ। ঘর জুড়ে ম-ম করছিল দুর্গন্ধ। খবর দেওয়া হয় পুলিশে। নমুনা সংগ্রহের জন্যে ঘটনাস্থলে আনা হয়েছে ফরেন্সিক দল। অভিনেতার রহস্য মৃত্যুর তদন্ত করতে পুলিশ।