২০১৩ সালে ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল রোহিত শর্মা (Rohit Sharma)-র। আর পাঁচ দিনের ক্রিকেটে রোহিতের অবসরের মঞ্চ হতে চলেছে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিডনি টেস্ট। মেলবোর্ন টেস্টে হারের পর তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সংবাদমাধ্যমে প্রকাশ, সিডনি টেস্টেই অবসর নেওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন অধিনায়ক রোহিত। তাঁকে বাধা দিতে চাইছেন না বোর্ড কর্তারা। সিডনি দারুণ কিছু করে ফেললেও অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলাবেন না রোহিত। এমন কথাও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
রোহিতের অবসর!
খারাপ অধিনাকত্ব, জঘন্য ব্যাটিং করে রোহিত একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ, অজি সফরে খারাপ পারফরম্যান্স, ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থতার কারণে শুধু ভারতীয় ক্রিকেটের সমর্থক, প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনাই নয়, নির্বাচক প্রধান অজিত আগরকরও রোহিতের ওপর চাপ বাড়িয়েছেন। বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়ায় গিয়ে রোহিতের সঙ্গে কথাও বলেন আগরকর। জোর জল্পনা ছিল, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠলে রোহিতকে সরতে বলা হবে। মেলবোর্নের হারে মোটের ওপর নিশ্চিত হয়ে গিয়েছে, ফাইনালে খেলার তেমন আর সুযোগ নেই। তার ওপর আবার রোহিত যা ব্যাটিং করছেন, তাতে তার দলে থাকারও কথা নয়। কামিন্সদের বিরুদ্ধে তার পারফরম্যান্স দেখে রোহিত নিজেই ঠিক করলেন, আর নয়, এবার তরুণ ক্রিকেটারদের জায়গা ছাড়ার সময় এসে গিয়েছে।
আর নয়
সোমবার মেলবোর্নে প্যাট কামিন্সের বলে ৯ রানে আউট হওয়ার পর রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। অস্ট্রেলিয়া সফরে কভার করতে যাওয়া সাংবাদিকরা এমন কথা নিশ্চিত করেছেন। আগামী ৩ জানুয়ারি সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ ম্যাচেই শেষবার টেস্টে খেলতে চলেছেন ৩৭ বছরের নাগপুরের তারকা ব্যাটার। তাঁর কেরিয়ারে ৬৮তম টেস্টেই শেষ হচ্ছে রোহিত শর্মার পাঁচ দিনের ক্রিকেটে ইনিংস। টি-২০ ক্রিকেটে বিশ্বকাপ জয়ের পরই সংক্ষিপ্ততম আন্তর্জাতিক ক্রিকেট ফর্ম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত। এবার তাঁকে শুধু ওয়ানডে ক্রিকেটেই দেখা যাবে। চলতি সিরিজে রোহিত তিনটি টেস্ট খেলে করেছেন মাত্র ৩১ রান, ব্যাটিং গড় ৬। প্রাক্তন ক্রিকেটারদের একটা বড় অংশ বলছেন, শুধু ব্যাটার হিসেবে খেললে তাঁর দলে থাকার কথা নয়। অধিনায়ক হওয়ার সুবাদে অজি সফরে খেলে দলকে ডোবালেন।
অবসরের পথে রোহিত
Team India captain Rohit Sharma who retired from T20 internationals after winning the T20 World Cup 2024 has reportedly 'made up his mind' to call it time from Test cricket🚨#TestCricket #RohitSharma #BorderGavaskarTrophy #INDvsAUS #BoxingDayTest #Cricket #Sports pic.twitter.com/g3Rwmw4hvp
— Moneycontrol (@moneycontrolcom) December 30, 2024
নেতৃত্বে পাকাপাকি বুমরা
রোহিতের অনুপস্থিতিতে জশপ্রীত বুমরাই টেস্টে দেশের নেতৃত্বে আসতে চলেছেন। বুমরার অধিনায়কত্বে খেলেই চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পার্থে বড় ব্যবধানে জিতে ১-০ সিরিজে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত নেতৃত্বে ফিরতেই দল হারতে শুরু করে।
২০২৪ সালে রোহিত শর্মার টেস্টে পারফরম্যান্স-
২৬ ইনিংসে ৬১৯ রান, গড় ২৪.৭৬
শেষ ১৬টা ইনিংসে রোহিতের রান: ৩, ৯, ১০, ব্যাট করেননি, ৩,৬, ১৮,১১, ০,৮, ২, ৫২, ২৩, ৮,৬,৫।
রোহিত শর্মার টেস্ট কেরিয়ার
টেস্ট: ৬৭
ইনিংস: ১১৬
মোট রাান: ৪৩০১
সর্বোচ্চ রান: ২১২
ব্যাটিং গড়: ৪০.৫৭
সেঞ্চুরি: ১২টি
হাফ সেঞ্চুরি: ১৮টি