Indian Student Found Dead (Photo Credit: X)

দিল্লি, ৩০ ডিসেম্বর: ফের দুঃসংবাদ এল বিদেশ থেকে। এবার এক ভারতীয় পড়ুয়ার (Indian Student) দেহ উদ্ধার হল স্কটল্যান্ড থেকে। স্কটল্যান্ডের (Scottland) একটি নদী থেকে ২২ বছর বয়সী ভারতীয় পড়ুয়া সাঁতরা সাজুর দেহ উদ্ধার করা হয়। কেরলের বাসিন্দা সাজু বিদেশে পড়তে গিয়েছিলেন। সেখানে কীভাবে সাজুর মৃত্যু হয় এবং তাঁর দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রিপোর্টে প্রকাশ, গত ২৭ ডিসেম্বর স্কটল্যান্ডের নিউব্রিজে একটি মৃতদেহ ভেসে  ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এরপর ভারতীয় পড়ুয়ার পরিচয় পাওয়া গেলে পুলিশের তরফে সাজুর বাড়িতে জানানো হয়। প্রসঙ্গত এডিনবার্গের হেরিওয়াট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন সাজু। কী কারণে সাজুর মৃত্যু হল, সে বিষয়ে পুলিশ এখনও তথ্য উদ্ধার করতে পারেনি। রহস্যজনকভাবেই ওই ভারতীয় পড়ুয়ার মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি মৃত্যুর পর কে বা কারা সাজুর দেহ নদীর জলে ভাসিয়ে দেয় সে বিষয়েও পুলিশ সন্দিহান।

সাজুর মৃত্যু পর একটিমাত্র সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। যেটি গত ৬ ডিসেম্বরের। ৬ ডিসেম্বর সাজুকে লিভিংস্টোনে নিজের অ্য়াপার্টমেন্টের বাইরে দেখা যায়। তারপর থেকে সাজুকে আর কোথাও কোনও সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায়নি বলে খবর।

সাজুর পরিবারের তরফেএ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।