Bangkok Hotel Fire: নতন বছরের আগে বিশ্বজুড়ে যেন উৎসবের আমেজ। পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে ঘুরতে গিয়ে নতুন বছর ২০২৫-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন বহু মানুষ। থাইল্যান্ডের (Thailand) রাজধানী ব্যাংকক অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বছরের একেবারে বিদায়লগ্নে ব্যাংককের (Bangkok) একটি হোটেলে ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে মারা যান তিন জন বিদেশি পর্যটক। আহত হন প্রায় ৭ জন।
রবিবার রাতে খাও সান রোডের কাছে একটি ছয়তলা হোটেলে আগুন লেগে যায়। রাত ৯টা ২১ মিনিট নাগাদ এম্বার হোটেলের পঞ্চম তলায় আগুন লাগে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ সূত্রে খবর, এদিন হোটেলে প্রায় ৭৫ জন অতিথি ছিলেন। আগুন লাগার খবর পেতেই আতঙ্কিত অতিথিরা যে যার মত প্রাণ হাতে নিয়ে হোটেল থেকে পালাতে উদ্যত হন। হোটেলের ছাদ বেয়েও নেমে আসেন অনেকে। খবর পেয়ে সেখানে পৌঁছয় ব্যাংককের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ। আগুন নেভানোর পাশাপাশি চলে উদ্ধার অভিযান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় হোটেলের আগুন নিয়ন্ত্রণে আসে।
বছরের বিদায়লগ্নে ব্যাংককের হোটেলে অগ্নিকাণ্ড...
A fire broke out at a hotel in Bangkok's Khao San Road, a popular backpacker zone, killing 3 foreigners and injuring at least 7 others, according to officials. #WATCH #bangkok #fire #tourism #us #brazil #ukraine #cnbctv18digital pic.twitter.com/kz5EZV5F1a
— CNBC-TV18 (@CNBCTV18News) December 30, 2024
পুলিশ জানাচ্ছে, নিহত তিন জনের মধ্যে ১ জন মহিলা এবং বাকি দুজন পুরুষ। নিহতরা হলেন ব্রাজিলিয়ান মহিলা পিমেন্তাল ক্যানালস (২৪), ইউক্রেনের যুবক তুভর ভিক্টর (২৭) এবং আমেরিকা নিবাসী ফ্রিম্যান টিমোথি (৩৫)। এছাড়াও সাতজন আহতের মধ্যে থাই, চিন, জার্মান, জাপানের বাসিন্দারা রয়েছেন। চিকিৎসা চলছে তাঁদের। নতুন বছরের আগে ব্যাংককের হোটেলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে।