দিল্লি, ৩০ মে: বাঘের (Tiger) সঙ্গে ছবি তুলতে গিয়ে বিপত্তি। বাঘের গলায় দড়ি পরিয়ে যখন তার সঙ্গে ছবি তুলতে যান এক ব্যক্তি, তখন বিপর্যয় ঘটে যায়। বাঘ প্রথমে ঠিকঠাকই ছিল। পরে বাঘের গায়ে প্রশিক্ষক লাঠি দিয়ে খোঁচা দিতেই দুর্ঘটনা ঘটে যায়। রেগে গিয়ে বাঘ ওই ব্যক্তির গায়ে চড়ে বসে প্রথমে। এরপর বাঘ হামলা শুরু করে। ওই ব্যক্তির শরীরে যেমন আঁচড় কাটতে শুরু করে, তেমনি একের পর এক চড়। থাইল্যান্ডে (Thailand) বেড়ানোর জন্য গিয়ে সেখানে বাঘের হামলার মুখে পড়তে হবে ওই ভারতীয়কে, তা হয়ত তিনি কল্পনা করেননি।
হঠাৎ করে বাঘের হামলার জেরে ওই ব্যক্তি দিশাহারা হয়ে যান। মাটিতে পড়ে গিয়ে লাফাতে শুরু করেন। বাঘকে পোষ্যর মত রাখতে যাওয়ায় যে কতটা বিপদের সম্মুখীন হতে হয়, তা ওই ভিডিয়ো না দেখলে স্পষ্ট হবে না। সারমেয়র মত গলায় দড়ি পরিয়ে বাঘকে রাখলেও, তার হামলায় যে কতটা মারাত্মক হতে পারে, তা এই ভিডিয়ো না দেখলে বিশ্বাস হবে না।
আরও পড়ুন: Searching Of Tiger: পাহাড় ডিঙিয়ে, জঙ্গল পেরিয়ে লোকালয়ে বাঘ, চরম সতর্কতার মাঝে কী হচ্ছে দেখুন
দেখুন কীভাবে পর্যটকের গায়ে ছুটে এসে হামলে পড়ল বাঘ...
Apparently an Indian man attacked by a tiger in Thailand.
This is one of those paces where they keep tigers like pets and people can take selfies, feed them etc etc.#Indians #tigers #thailand #AnimalAbuse pic.twitter.com/7Scx5eOSB4
— Sidharth Shukla (@sidhshuk) May 29, 2025
থাইল্যান্ডে বেড়াতে গিয়ে যে ব্যক্তি বাঘের হামলার মুখে পড়েন, তিনি ভারতের (Indian) কোন রাজ্যের বাসিন্দা, সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি তাঁর সঙ্গে আর কে কে থাইল্যান্ডে গিয়েছিলেন, সে বিষয়েও এখনও সমস্ত তথ্য অজানা।
তবে ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়।