নতুন দিল্লি,৩০ ডিসেম্বর: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে মহিলাদের মাসিক ভাতার পর দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে অরবিন্দ কেজরিওয়ালের বড় ঘোষণা। ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ভোটের দিন ঘোষণার অনেক আগেই সব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়েছে কেজরি শির। আর তারই মাঝে রাজ্যের শাসক দলের প্রধানের বড় ঘোষণা। দিল্লির সব হিন্দু পুরোহিত এবং শিখ ধর্মের আনুষ্ঠানিক পাঠক বা গ্রন্থিদের মাসে ১৮ হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন আম আদমি পার্টির প্রধান। দুর্নীতি কাণ্ডে জেল খাটার পর জামিনে বের হওয়া কেজরিওয়াল দিল্লিতে হিন্দু ও শিখ ভোটের দিকে বিশেষ নজর দিলেন।

'পূজারী-গ্রন্থি সম্মান যোজনা'-র কথা ঘোষণা করে কেজরিওয়াল জানালেন, কাল মঙ্গলবার থেকে এই যোজনার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে। আপ প্রধান দিল্লির কন্নট প্যালেসে হনমুন মন্দির দর্শন করে এই যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। কেজরি জানান, পুরোহিত, গ্রন্থিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সভ্যতা, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই তাঁদের দিকে আমাদের নজর দেওয়া উচিত।

দিল্লিতে ইতিমধ্যেই বিনামূল্যে বিদ্যুত, জলের ব্যবস্থা করে জনপ্রিয়তা পেয়েছেন কেজরি। এবার মহিলা ভাতা, পুরোহিত ভাতা চালু করে ভোটের বাজারে বাজিমাত করার বিষয়ে আশাবাদী আপ প্রধান।

এর আগে মহিলা সম্মান স্কিমের আওতায় রোজগারহীন মহিলাদের মাসে ২ হাজার ১০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে আপ। দিল্লির অটো চালকদের জন্য ১০ লক্ষ টাকার বীমা, অটো চালকদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা, বছরে দু বার পোশাক কেনার জন্য আড়াই হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেজরি।