Mango Maggi (Photo Credits: Instagram)

ডিম ম্যাগি, সবজি ম্যাগি কিংবা মাংস দিয়ে ম্যাগি তো কমবেশি সকলেই খেয়েছেন। কিন্তু আম দিয়ে ম্যাগি (Mango Maggi) খেয়ে দেখেছেন কখনও! উত্তরটা নিশ্চয়ই 'না'ই হবে। অনেকে হয়তো এমন উদ্ভট রেসিপির নামই শুনছেন প্রথম। নেটপাড়ায় ভাইরাল এক ভিডিয়োয় দেখা গেল আমের জুস দিয়ে ম্যাগি বানাতে। সেই ম্যাগি পরিবেশিত হল টুকরো করে কাটা আম দিয়ে।

আম দিয়ে ম্যাগি...