মহাকুম্ভে নজর যোগীর (ছবিঃANI)

নয়াদিল্লিঃ আজ, মাঘী পূর্ণিমা(Magh Purnima)। আর এই মাহেন্দ্রক্ষণে ত্রিবেণী সঙ্গমে(Triveni Sangam) ডুব দেওয়ার হিড়িক। ভোররাত থেকেই প্রয়াগে উপচে পড়া ভিড়। ভোর হতেই শুরু হয়ে গিয়েছে অমৃত স্নান। রিপোর্ট বলছে, বুধ সকালেই সঙ্গমে হাজির হয়েছেন প্রায় ৪ লক্ষের বেশি পুণ্যার্থী। আর এই ভিড় সামলাতে প্রস্তুত যোগী প্রশাসন। খোদ নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(CM Yogi Adityanath)। ভোর থেকেই নিজের অফিসে বসে ক্যামেরার মাধ্যমে পরিস্থিতির দিকে নজর রাখছেন যোগী। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।

মাঘী পূর্ণিমায় কুম্ভে নজর যোগীর, চালাচ্ছেন নজরদারি

প্রসঙ্গত, মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল প্রায় ৩০ জন পুণ্যার্থীর। আহত হন বহু। এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যোগী সরকারকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার আগাম সতর্কতা অবলম্বন করছে যোগী প্রশাসন। সদা তটস্থ মুখ্যমন্ত্রী নিজেও। এদিন মাঘী পূর্ণিমা উপলক্ষে আগত পুণ্যার্থী এবং উওরপ্রদেশবাসীকে শুভেচ্ছাবার্তা দেন যোগী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "কুম্ভে আগত পুণ্যার্থীদের এবং রাজ্যবাসীকে মাঘী পূর্ণিমার শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই সাধুসন্তদের যারা এই ত্রিবেণী সঙ্গমে হাজির হয়েছেন। ভগবান শ্রী হরির কৃপায় সকলের জীবন সুখের হোক,জীবনে উন্নতি আসুক। মা গঙ্গা, মা সরস্বতী, মা যমুনা সকলেন মনস্কামনা পূর্ণ করুক।"

ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী