বালি শিল্পী সুদর্শন পট্টনায়কের শুভেচ্ছা। (Photo Credits: Sudarsan Pattnaik Twitter)

Maa Durga Sand Art by Sudarsan Pattnaik। আরও একবার মুগ্ধ করলেন বালি ভাস্কর সুদর্শন পট্টনায়েক । পুরীর সমুদ্র সৈকতে আজ ফুটে উঠল মহানবমীর শুভেচ্ছাবার্তা। মহানবমীতে সুদর্শনের বালি ভাস্কর্য তাক লাগিয়ে দিল। সোশ্যাল মিডিয়া জুড়ে আজ মহানবমীতে শুভেচ্ছার পালা চলছে। আরও একবার মুগ্ধ করলেন বালি ভাস্কর সুদর্শন পট্টনায়েক। পুরীর সমুদ্র সৈকতে আজ ফুটে উঠল মহানবমীর শুভেচ্ছাবার্তা। মহানবমীতে সুদর্শনের বালি ভাস্কর্য তাক লাগিয়ে দিল।

সোশ্যাল মিডিয়া জুড়ে আজ মহানবমীতে শুভেচ্ছার পালা চলছে। ফেসবুক থেকে টুইটার। ইনস্টাগ্রাম থেকে হোয়াটসঅ্যাপ। সর্বত্র চলছে শুভেচ্ছা বিনিময়ের পালা। আরও পড়ুন-দূষণ নয়, নিজের সুরক্ষাই শেষ কথা বার্তায় রাজ চক্রবর্তী- শুভশ্রীর 

এদিকে, নবমী পূজার নানা আনুষ্ঠানিকতায় প্যান্ডেল সরগরম। সন্ধ্যায় শুরু হবে আরতি। আজ হল সন্ধি পুজো। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো। পুরাণ মতে দশমীতে মহিষাসুরকে বধ করেছিলেন মা দুর্গা। তাই পুরাণ অনুযায়ী আজ যুদ্ধের শেষ দিন- নবমী। মহানবমীতে ১০৮টি নীলপদ্ম দিয়ে ষোড়শ উপাচারের সঙ্গে দেবী দূর্গা পূজিত হবেন। শ্রী রামচন্দ্র লঙ্কার রাজা রাবণকে বধের পর এই নবমী তিথিতে ১০৮টি নীল পদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন।