Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

বেলাঘাটার (Beleghata) কলিমুদ্দিন সরকার লেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক যুবকের রক্তাক্ত দেহ। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘিরে শোড়গোল পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ ও কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্টে তদন্তকারী আধিকারিকদের হাতে চলে এসেছে। তারপরে যুবকের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। তবে তাঁকে কে বা কারা খুন করেছে তা এখনও পরিস্কার নয়। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের জেরা করা শুরু করেছে পুলিশ।

খুনের মামলা রুজু করেছে পুলিশ

জানা যাচ্ছে, মৃত যুবকের নাম রোহন ঘোষ। বছরখানেক আগেই তাঁর বিয়ে হয়েছিল। তবে কিছু সমস্যার কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেছিলেন। বেলেঘাটার এই ফ্ল্যাটে ২৮ বছর বয়সী রোহন একাই থাকতেন। ফলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বাইরের কেউ ঘরে এসেই রোহনকে খুন করে গিয়েছিল। মৃতের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন মাথায়, কোমরে, পিঠে ও বুকে ছিল আঘাতের চিহ্ন। খাট থেকে উদ্ধার হয়েছিল দেহ, রক্তে ভেসে গিয়েছিল গোটা ঘর। এমনকী ফ্ল্যাট জুড়ে তছনছের ছবি ছিল স্পষ্ট।

বৃহস্পতিবার দুপুর থেকেই যোগাযোগ করা যাচ্ছিল না রোহনের সঙ্গে

ঘটনার দিন দুপুর থেকে রোহনের বাবা তাঁকে ফোন করে যাচ্ছিলেন। কিন্তু সেই ফোনের উত্তর না পেয়ে সন্দেহ হয় তাঁর। ফ্ল্য়াটে এসে ডাকাডাকি করলেও সে সাড়া দেয় না। তখনই পুলিশে খবর দেয় যুবকের বাবা। ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে রোহনের।