ডুডল আর্টের (Google Doodle) মাধ্যমে জাপানের কৃষি বিজ্ঞানী মিচিও সুজিমুরার (Michiyo Tsujimura) ১৩৩-তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল৷ যুগান্তকারী গবেষণার কারণে মিচিও সুজিমুরা জাপানের প্রথম মহিলা হিসেবে কৃষিতে ডক্টরেট হন৷ তাঁর গবেষণার মূল বিষয়ই ছিল সুস্বাস্থ্য সম্পর্কিত গ্রিন টি৷ যে পানীয় আজ সর্বাধিক জনপ্রিয়৷ ১৮৮৮ সালে জাপানের সাইতামা প্রদেশের ওকেগাওয়াতে জন্মগ্রহণ করে মিচিও সুজিমুরা৷ হোক্কাইডো ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে বিনেপয়সার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন৷ এমন একটা সময় যখন বিশ্ববিদ্যালয়গুলি ছাত্রীদের পড়াশোনার অনুমতিও দিত না৷ এর কয়েক বছর পর তাঁকে টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে বদলি করে দেওয়া হয়৷ সেখানে মিচিও সুজিমুরা গ্রিন টি-এর উপরে গবেষণা শুরু করেন৷ আরও পড়ুন-West Bengal Monsoon: রোদ্দুরের মুখ দেখতে না দেখতেই ফের নিম্নচাপের ভ্রূকুটী, উইকএন্ডে ভিজবে রাজ্য
মিচিও সুজিমুরার জন্মজয়ন্তীতে গুগলের ডুডল
This is the GoogleDoodle in Japan today, Michiyo Tsujimura, the first Japanese women to receive a doctoral degree in agriculture. Her research was focus on green tea components.#AcademicTwitter #phdvoice pic.twitter.com/P1tjjbOM8K
— Scholarlys (@scholar_lys) September 17, 2021
ভিটামিন B1-এর আবিস্কারক ডক্টর উমেতারো সুজুকির সঙ্গেও কাজ করেন মিচি সুজিমুরা৷ তাঁদের যৌথ গবেষণার ফলস্বরূপ জানা যায়, গ্রিন টি-তে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে৷ এই গ্রিন টি নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য সাফল্যের জন্য ১৯৫৬ সালে জাপান প্রাইজ অফ এগ্রিকালচারাল সায়েন্স পুরস্কারে সম্মানিত হন তিনি৷ ১৯৬৯ সালে ৮১ বছর বয়সে মিচিও সুজিমুরার জীবনাবসান হয়৷
এই মহান কৃষি বিজ্ঞানীর ১৩৩-তম জন্মদিনে তাঁকে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল সার্চ ইঞ্জিন গুগল৷