অভিনব ডুডলের (Google Doodle)মাধ্যমে আজ ৬ ডিসেম্বর পিজ্জা (Pizza) ডে উদযাপন করছে গুগল। ২০০৭ সালের এই দিনটিতে ইউনেস্কো (UNESCO) মানবতার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক হিসেবে পিজ্জা অর্থাৎ নেপোলিটান ‘পিজাইউওলো’ (Neapolitan “Pizzaiuolo”)কে স্থান দেয়। এই উপলক্ষে বিশ্বের ১১ রকম জনপ্রিয় পিজ্জার টপিং নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে গুগল। যেখানে প্রতিযোগীকে ১১টি ভিন্ন রকমে পিজ্জার পিস কেটে দেখাতে হবে। যিনি সম্পূর্ণ নিয়মটি মানবেন, তাঁর ভাগ্যে ততগুলো স্টার জুড়বে। আরও পড়ুন-Massive Rainfall In West Bengal: নিম্নচাপের গেরোয় রাজ্য, রাতভর বৃষ্টির পরে দিনেও অঝোর ধারায় ঝরছে
এই ১১ টি পিজ্জা হল মার্গেরিটা পিজ্জা, পিপারোনি পিজ্জা, হোয়াইট পিজ্জা, ক্যালাব্রেসা পিজ্জা, মোজারেলা পিজ্জা, হাওয়াইয়ান পিজ্জা, ম্যাগিয়ারোস পিজ্জা, টেরিয়াকি মায়োনাইজ পিজ্জা, টম ইয়াম পিজ্জা, পনির টিক্কা পিজ্জা, এবং ডেজার্ট পিজ্জা।
সপ্তদশ শতকের শেষের দিকে দক্ষিণ পশ্চিম ইতালির নেপলস শহরে প্রথম এই লোভনীয় খাবারের আত্মপ্রকাশ ঘটে।