Raining (Photo Credit: Twitter)

কলকাতা, ৬ ডিসেম্বর: ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সেই নিম্নচাপও যে ডিসেম্বরের সকালকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে আজকের দিনটিই তার উল্লেখযোগ্য প্রমাণ। রবিবার দিনভর বৃষ্টির পর রাতেও অঝোর ধারায় ঝরেছে। সোমবার সকালে বেড়েছে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবারের আগে এ অবস্থা যে বদলাচ্ছে না, তা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে স্পষ্ট।  আলিপুরের  হাওয়া অফিস জানিয়েছে, আজ নিম্নচাপের জেরে হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।আরও পড়ুন- Omicron Cases In Maharastra: মহারাষ্ট্রে আরও ৭ জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ, দেশে আক্রান্ত বেড়ে ১২

এদিকে বাংলায় জাওয়াদ শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হলেও ওড়িশায় কিন্তু ঘূর্ণিঝড় হয়েই প্রবেশ। গতকাল ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে এগিয়েছে। আজ আবার সেখান থেকে উত্তরে সরে যাচ্ছে। ঘণ্টায় তার গতিবেগ ১০ কিলোমিটার। টানা বর্ষণে জলমগ্ন শহর কলকাতা। শহরতলিতেও জমেছে জল।