মন্তেশ্বর, ১৮ সেপ্টেম্বর: শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রম (Labour)। তাই বিশ্বকর্মা পুজোর (Viswakarma Pujo) দিনটিকে 'শ্রমিক দিবস' (Labour's Day) হিসেবে পালন করা হয়ে থাকে। শিল্পের দেবতা হিসেবেই মানা হয় দেবশিল্পী বিশ্বকর্মাকে (viswakarma)। সমুদ্র মন্থনে এক দিকে অমৃত এক দিকে গরল ওঠার মতই, শিল্পের জন্ম দিলে গেলে অধিকাংশ ক্ষেত্রেই বলি দিতে হয় সবুজ (Green)। তাই সবুজ বাঁচাওয়ের (Save Green)বার্তা দিতে দেবশিল্পীর পুজোয় এবার থিম হিসেবে উঠে এল গাছ (Tree) লাগিয়ে সবুজ বাঁচানোর ভাবনা। আরেকটু পরিস্কার করে বললে, শুধু গাছ লাগানোই নয়, গাছের পরিচর্যা করার বার্তাও দেওয়া হয়েছে এই থিমের মধ্যে দিয়ে। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) অনতি দূরে মন্তেশ্বরের (manteswar) মালডাঙায় (Maldanga) এমন ভাবনাকেই থিম (Theme) হিসেবে তুলে ধরতে পেরে সংবাদ শিরোনামে (Headline) উঠে এসেছে গ্রাম বাংলার এক পুজো। দেবশিল্পীর পুজোয় এমন থিমের বাহার সম্পর্কে 'লেটেস্টলি' (Latestly) বাংলাকে জানালেন মালডাঙা বাজার ব্যবসায়ী সমতির (Maldanga Bazar byabsayee Samiti) পুজো উদ্যোক্তা আশীষ রায় (Asish Roy)।
পরিবেশের (Environment)টালমাটাল পরিস্থিতি। পরিবেশ নিঃশেষ হওয়ার বার্তা পেয়ে গাছ বাঁচাতে তাই উঠে পরে লেগেছে সারা পৃথিবীর (Earth) মানুষ। দিকে দিকে শোনা যাচ্ছে, গাছ লাগিয়ে সবুজ বাঁচানোর হিড়িক। ৩০ বছরের পুরনো এই পুজো। তবে ১০ বছর ধরে থিমের জোয়ারে গা ভাসিয়েছেন পুজো উদ্যোক্তারা। পুজোর বাজেট ৪ লক্ষ ৭২ হাজার টাকা। পুজোর উদ্বোধন করেন মন্তেশ্বরের বিধায়ক (MLA) সৈকত পাঁজা (Saikat Panja)। চন্দননগরের (Chandannagar) শিল্পী (artist) এনে প্রতিমা বানানো হয় এই পুজোয়। আরও পড়ুন- Viswakarma Puja 2019: আকাশে ঘুড়ি, প্যান্ডেলে বিশ্বকর্মা- শ্রমজীবি মানুষের বন্দনায় বাঙালির পুজো পুজো আবহে ঢাকে কাঠি
এছাড়া সারা বাংলার (Bengal) পাশাপাশি হাওড়া-হলদিয়ার (Howrah-Haldia) মত শিল্পাঞ্চলগুলিতে (Industrial Aria) থিম পুজোর প্যান্ডেল তৈরি হয়েছে। রাত বাড়তেই দর্শনার্থীরা ভিড় জমাবেন পুজো মণ্ডপগুলিতে।