বর্তমান যুগে মানুষের কাছে স্মার্টফোন খুবই গুরুত্বপূর্ণ। মানুষ এই স্মার্টফোনের দুনিয়ায় এতটাই মত্ত হয়ে থাকে যে এই স্মার্টফোন ছাড়া এক মুহুর্তের জন্যও বেঁচে থাকা কঠিন। বড়দের পাশাপাশি ছোটোরাও স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে। ফোনে আসক্ত ব্যক্তিরা স্বাস্থ্যের জন্য একেবারেই সচেতন নয়। স্মার্টফোনের এই আসক্তি হতে পারে খুবই বিপজ্জনক। মোবাইল ফোন হয়তো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, তা সত্ত্বেও নির্ধারিত সময়ের জন্য বা প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করা উচিত স্মার্টফোন, নাহলে এই আসক্তি ক্ষতি করতে পারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের। জেনে নিন মোবাইল আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়।

  • শুধুমাত্র নির্ধারিত সময়ে বা প্রয়োজনীয় কাজের জন্য মোবাইল ফোন ব্যবহার করার চেষ্টা করা উচিত।
  • সকালে ঘুম থেকে ওঠার সঙ্গেই এবং ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করা বন্ধ করার চেষ্টা করতে হবে।
  • অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়াকে দেওয়া একদমই উচিত নয়।
  •  মোবাইল ব্যবহার কমাতে সারাদিনের অফলাইনের কার্যকলাপ তথা বই পড়া বা কৃষিকাজ বা ঘরের অন্যান্য কাজে বেশি সময় দিতে হবে।
  • চার্জিং পয়েন্ট বিছানার বা বসার জায়গার থেকে দূরে করতে হবে। এর ফলে মোবাইল চার্জ করার সময় মোবাইল ব্যবহার করা সম্ভব হবে না।
  • নিজের মোবাইলের আসক্তি কম হলে তবেই নিজের শিশুর ফোন আসক্তি কমানো সম্ভব হবে।