Makar-Sankranti (Photo Credit: File Photo)

ক্ষেতের পাকা ধান ঘরে তোলার উৎসব, পূণ্যস্নানের উৎসব হল মকর সংক্রান্তি (Makar Sankranti)। রাজস্থান (Rajasthan), কর্ণাটক (Karnataka), পাঞ্জাব (Punjab), বিহার (Bihar), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), পশ্চিমবঙ্গসহ (West Bengal) দেশের বিভিন্ন প্রান্তে এই দিন পাকা ধান ঘরে তোলা হয় আর তা দিয়ে তৈরি হয় নবান্ন। কেউ বলেন, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি আবার কেউ বলেন এই উৎসব ১৫ জানুয়ারি। এই দ্বিধাবিভক্ত মত নিয়েই বাঙালির ঘরে ঘরে পালন করা হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। বাঙালির পাশাপাশি গোটা দেশ জুড়ে পালন করা হয় উৎসব।

মকর সংক্রান্তিতে সূর্যকে ধন্যবাদ জানান মানুষ। জীবনের শক্তির উৎসকে প্রণাম জানিয়ে পালন করা হয় এই উৎসব। মকর সংক্রান্তিকে উত্তরয়াণ নামেও ডাকেন বহু মানুষ। এইদিন গঙ্গা, যমুনা, গোদাবীর, কৃষ্ণা নদীতে স্নান করেন অনেকে পূণ্যলাভের আশায়।

মকর সংক্রান্তিতে নিজের প্রিয়জনদের শুভেচ্ছা জানান এভাবে...

১- এই মকর সংক্রান্তিতে ভালবাসা, আশা, ভরসায় পরিপূর্ণ হয়ে উঠুক তোমার জীবন।

২- এই মকর সংক্রান্তিতে ঈশ্বর তোমায় এবং তোমার পরিবারকে সুস্থ রাখুন, এই আশা।

৩- মকর সংক্রান্তিতে উজ্জ্বল হয়ে উঠুক তোমার গোটা জীবন।

৪- মকর সংক্রান্তির পূণ্য তিথিতে আলো, আশায় ভরে উঠুক তোমার জীবন।

৫- এই মকর সংক্রান্তি অনেক সাফল্য বয়ে নিয়ে আসুক তোমার জীবনে।

৬- মকর সংক্রান্তিতে পূর্ণ হোক তোমার জীবনের সমস্ত লক্ষ্য।

৭- মকর সংক্রান্তি থেকে তোমার জীবনে শুভ অধ্যায়ের সূচনা হোক এই প্রার্থনা করি।

৮- তোমার জীবনে যেন তুমি সদর্থক ভূমিকা নিয়ে চলতে পার, এই পূণ্য তিথিতে করি সেই প্রার্থনা।

৯- অন্ধকারকে দূরে সরিয়ে আলোয় ঝলমল করে উঠুক তোমার এবং গোটা পরিবারের জীবন।

১০- জীবনে যাতে সাফল্য পাও, মকর সংক্রান্তিতে সেই প্রার্থনা করি তোমার জন্য।