Credits: Pixabay

সাধারণত কম বয়সে দাঁত ভেঙে গেলে নতুন দাঁত বেড়িয়ে আসে, তবে বয়সকালে দাঁত ভেঙে গেলে নতুন দাঁত আসে না বলেই জানি সকলেই। কিন্তু বর্তমানে ২০-৩০ বছর বয়সে কোনও কারণে দাঁত ভেঙে গেলে আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ শৈশবের দুধের দাঁতের মতো বয়সকালেও দাঁত বৃদ্ধি সম্ভব, অর্থাৎ এখন যেকোনও বয়সে নতুন দাঁত গজানো সম্ভব। দাঁত গজানোর ওষুধ তৈরি করেছে বলে দাবি একটি জাপানি কোম্পানির। জানা গিয়েছে, ২০৩০ সালের মধ্যে বাজারে আসতে পারে এই ওষুধটি।

বেশি বয়সে দাঁত ভেঙে যাওয়া একটি গুরুতর সমস্যা। ডেন্টাল ইমপ্লান্ট ও ডেনচারের মতো চিকিৎসার সাহায্য নেওয়া হলেও এগুলো বেশ ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদে এর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখতে পাওয়া যায়। এমন পরিস্থিতিতে চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের বিপ্লব ঘটাবে এই ওষুধ। তথ্য অনুযায়ী, নতুন দাঁত গজানোর জন্য মানুষের উপর পরীক্ষা চলছে এই ওষুধটির। প্রথমে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়েছে এই ওষুধটি, যার ফলাফল খুবই ভালো বলে জানা গিয়েছে।

এই ওষুধটি সেই সমস্ত রোগীদের জন্য সবচেয়ে উপকারী হতে পারে যাদের জন্মের পর থেকে কিছু দাঁত অনুপস্থিত অর্থাৎ যারা জন্মগত অ্যানোডোন্টিয়ারের শিকার। বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে যাদের দাঁত কোনও না কোনও কারণে ভেঙে যায় তাদের ক্ষেত্রেও এই ওষুধটি কার্যকর। নতুন ওষুধটিকে দাঁতের অভাবের সমস্যার বিকল্প হিসেবে তৈরি করছে গবেষকরা। প্রথম ধাপে ওষুধের নিরাপত্তা পরীক্ষা বেশ ভালোভাবে পাস করেছে। জানা গিয়েছে, এই ওষুধটির পর্যায় ২ ট্রায়াল শুরু হবে ২০২৫ সালে। এই পর্যায়ে মূল্যায়ন করা হবে ওষুধটি কতটা কার্যকর। জন্মগত অ্যানোডোনটিয়া সহ ২ থেকে ৭ বছর বয়সী রোগীদের দেওয়া হবে এই ওষুধটি।