বসন্ত পঞ্চমী উৎসব সবার জীবনে বয়ে আনে আনন্দ। এদিন খুব আড়ম্বরের সঙ্গে পুজো করা হয় মা সরস্বতীর (Saraswati Puja)। ধর্মীয় বিশ্বাস অনুসারে, বসন্ত পঞ্চমীর (Basant Panchami) দিন মা সরস্বতীর জন্ম হয়েছিল বলে এদিন তাঁর পুজো করা হয়। মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। এই দিন থেকে শীতকাল শেষ হয়ে শুরু হয় বসন্ত কাল। এই দিনে বাড়ি স্কুল-কলেজ ও পাড়ায় পাড়ায় পুজো করা হয় দেবী সরস্বতীর। মানুষ ফুল এবং বিভিন্ন রঙের আবির দিয়ে ঘর সাজায় এদিন। বিভিন্ন রং এবং ডিজাইনের আলপনা দেখতে পাওয়া যায় এদিন। আজ আমরা এমনই কিছু আলপনার ডিজাইন দেখব যা সরস্বতী পুজোর দিন তৈরি করলে পুজোর স্থান আরও সুন্দর হয়ে যাবে।

পুজো উপলক্ষে মা সরস্বতীর প্রিয় বাদ্যযন্ত্র বীণার আলপনা করা যেতে পারে। বিভিন্ন রঙের আবির ও ফুলের সাহায্যে তৈরি করা যাবে এই আলপনা।

আলপনা করার জন্য যদি অনেক জায়গা থাকে তাহলে বীণার সঙ্গে বই-এর ছবিও বানানো যেতে পারে।

মা সরস্বতীর বাহন রাজহংসের ছবিও আলপনা করা যেতে পারে।

প্রাচীণ কাল থেকে সরস্বতী পুজোয় ব্যবহার করা হয় পলাশ ফুল। তাই আলপনা হিসেবে কমলা রঙের আবির দিয়ে পলাশ ফুল বানানো যেতে পারে।

এছাড়া স্বয়ং মা সরস্বতীকে আলপনাতে তুলে ধরা যেতে পারে।