ইতিহাসের পাতায় 'অতুলনীয় শক্তিশালী রাজাদের দেশ' হিসেবে পরিচিত রাজস্থান। আগে রাজস্থানের নাম ছিল 'রাজপুতানা' অর্থাৎ রাজপুতদের দেশ। ঐতিহাসিকদের মতে, ১৮০০ খ্রিস্টাব্দে জর্জ টমাস দ্বারা নির্ধারিত হয় 'রাজপুতানা', পরে কর্নেল জেমস টড রাজপুতানার নাম পরিবর্তন করে দেন 'রাজস্থান'। ভারতের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত রাজস্থান হল আয়তনে দেশের বৃহত্তম রাজ্য। এই রাজ্যের বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে প্রায় প্রতিটি শহরের মন্দির, দুর্গ এবং সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ।
বিভিন্ন রাজ্যের একীকরণের পর, ১৯৪৮ সালের ১৮ এপ্রিল রাজস্থান উদ্বোধন করেন জওহরলাল নেহেরু। এরপর ১৯৪৯ সালের ৩০ মার্চ, ভারতের অধিরাজ্যে একীভূত হয় রাজপুতানা। একই সময়ে রাজস্থানের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় জয়পুরকে। সেই সময় থেকে প্রতি বছর ৩০ মার্চে পালন করা হয় 'রাজস্থান দিবস'। রাজস্থানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১৯টি রাজ্য এবং ব্রিটিশ জেলা আজমির-মেরওয়ারা।
২২টি রাজ্য নিয়ে গঠিত হয়েছে রাজস্থান। রাজস্থান গোটা দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে মরুভূমিতে রয়েছে একটি হিল স্টেশন। এই হিল স্টেশনে রয়েছে সবুজ, জলপ্রপাত এবং হ্রদ। আজমীর, রাজস্থানের মুসলমানদের জন্য আজমীর শরীফ দরগাহ একটি অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় স্থান। বিকানের থেকে ৩০ কিমি দূরে রয়েছে চুহা মন্দির বা করনি মাতা মন্দির। এই মন্দিরে বাস করে ২৫ হাজার ইঁদুর। এখানে ইঁদুরকে খুব শুভ বলে মনে করা হয়।