মানুষের নিজের প্রতি বিশ্বাস রাখা, যে কোনও সমস্যায় লড়াকু মনোভাব রাখা, জাতীয়বাদের ভাবনায় তিনি শুধু বাঙালি নয়, আপামর বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা। তিনি স্বামী বিবেকানন্দ। মহান এই বাঙালির জন্ম হয়েছিল ১২ জানুয়ারি ১৮৬৩ সালে।জাতির মেরুদণ্ড হিসাবেই যুবসমাজ সমাজ সেবায় এগিয়ে এলে তবেই এগিয়ে যাব আমরা, এই ভাবনাই ছিল স্বামীজি’র। ১৯৮৪ সালের পর থেকে প্রতিবছর তাই এই দিনটি সারা দেশ জুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয় জাতীয় যুব দিবস হিসাবে। ১৯৮৪ সালে ভারত সরকার সর্ব প্রথম ১২ জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। দেশের যুবকদের শাশ্বত শক্তি জোগান এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায় হিসেবে এই যুব দিবসটি উদযাপন হয় দেশজুড়ে।

আজকের এই বিশেষ দিনে রইল যুব দিবসের অমোঘ কিছু উদ্ধৃতিঃ