৩০ জুলাই অনেক দেশে পালন করা হয় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। এই দিনটি পালন করার উদ্দেশ্য হল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। বন্ধুত্ব হল বিশ্বের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী সম্পর্ক। জীবনে একজন ভালো বন্ধুর সঙ্গ মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার পাশাপাশি ব্যক্তিগত বিকাশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয় বন্ধুত্ব দিবস।
প্যারাগুয়ের চিকিৎসকের রামন আর্টেমিও ব্রাচো বন্ধুত্ব দিবস পালন করার প্রস্তাব দিয়েছিলেন। ১৯৫৮ সালের ৩০ জুলাই প্যারাগুয়েতে প্রথমবার পালন করা হয় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। ২০১১ সালে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করার প্রস্তাব অনুমোদন করেছিল জাতিসংঘের পরিষদ। বলিভিয়া, স্পেনের মতো দেশগুলি ৩০ জুলাই পালন করা হয় বন্ধুত্ব দিবস। ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলিতে আগস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বন্ধুত্ব দিবস।
প্রতি বছর একটি থিমের মাধ্যমে পালন করা হয় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। ২০২৪ সালের আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের থিম হল "বৈচিত্র্যকে আলিঙ্গন, ঐক্যের প্রচার"। ২০২৩ সালের আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের থিম হল "বন্ধুত্বের মাধ্যমে মানবীয় ভাবনা ভাগ করে নেওয়া"। জীবনে উপস্থিত বন্ধুদের সম্পর্কে চিন্তা করার সুযোগ দেয় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। প্রতিটি সুখ-দুঃখের মুহুর্তে পাশে থাকে, জীবনে এমন কোনও বন্ধু থাকলে এই দিনে তাকে ধন্যবাদ জানানো উচিত। এমন বন্ধু পাশে থাকলে সহজেই জীবনের বড় বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব।