হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কৃষ্ণ জন্মাষ্টমী। ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ অবতারে মর্ত্যে জন্মগ্রহণ করেন বিষ্ণু। তাই এই তিথিটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। রোহিণী নক্ষত্রে মথুরায় মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ।শ্রী কৃষ্ণের জন্মস্থান মথুরা এবং বৃন্দাবনে ২৬ অগস্ট ২০২৪-এ জন্মাষ্টমী পালিত হবে। জন্মাষ্টমীর জাঁকজমক এখানে খুবই বিশেষ। বাঁকেবিহারী দর্শনে ভক্তদের ভিড় লেগেই থাকে।
ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শুরু ২৬ অগস্ট ২০২৪, ভোর ০৩ টে ৩৯ মিনিটে। ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে ২৭ অগস্ট ২০২৪, রাত ০২ টো ১৯ মিনিটে। রোহিণী নক্ষত্র শুরু হয় ২৬ অগস্ট ২০২৪, দুপুর ০৩ টে ৫৫ মিনিটে। রোহিণী নক্ষত্র ২৭ অগস্ট ২০২৪, দুপুর ০১ টা ৩৮ মিনিটে শেষ হবে।