প্রতি বছর ১৫ জুন পালন করা হয় বিশ্ব বায়ু দিবস। বাতাস ছাড়া এই দুনিয়ায় জীবের অস্তিত্ব সম্ভব নয়। এই কারণেই বিভিন্ন গ্রহে বাতাসের সন্ধানের জন্য বছরের পর বছর ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এমন পরিস্থিতিতে বিশ্ব বায়ু দিবসের ইতিহাস জানা খুবই জরুরি। ২০০৭ সালে প্রথমবার বিশ্ব বায়ু দিবস পালন করেছিল ইউরোপিয়ান উইন্ড এনার্জি অ্যাসোসিয়েশন (EWEA)।
পরবর্তীতে গ্লোবাল উইন্ড এনার্জি কাউন্সিলের (GWEC) সহায়তায় বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বায়ু দিবস। ২০০৯ সালে গোটা দুনিয়ায় বিশ্ব বায়ু দিবস পালন করার ঘোষণা করা হয়। এরপর থেকে এই দিনে মানুষকে পরিষ্কার বাতাসের গুরুত্ব সম্পর্কে সচেতন করার সিদ্ধান্ত নেয় উভয় সংস্থা। বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কমাতে মানুষকে সচেতন করা হয় বিশ্ব বায়ু দিবসে। ৭৫ টিরও বেশি দেশে বিশ্ব বায়ু দিবস সম্পর্কিত অনুষ্ঠান আয়োজন করা হয়।