বাবাদের জন্য উৎসর্গীকৃত একটি বিশেষ দিন হল পিতৃ দিবস বা ফাদার্স ডে। পিতার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসার জানানোর জন্য পালন করা হয় এই দিনটি। ২০ শতকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দিনের ইতিহাস। ১৯০৮ সালে ফেয়ারমন্ট, পশ্চিম ভার্জিনিয়ায় প্রথমবার পালন করা হয়েছিল পিতৃ দিবস। প্রথমবার বাবার স্মরণে একটি গির্জা সেবার আয়োজন করেছিলেন গ্রেস গোল্ডেন ক্লেটন। তবে তখন পিতৃ দিবস দিনটি জনপ্রিয়তা লাভ করেনি।

১৯১০ সালে ওয়াশিংটনের সোনোরা স্মার্ট ডড তার বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্টের জন্য পালন করেছিলেন পিতৃ দিবস। উইলিয়াম তার ছয় সন্তানের জন্য মা এবং বাবা উভয় ভূমিকা পালন করতেন। তাই উইলিয়ামকে সম্মান জানাতে পিতৃ দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন তার সন্তান। ১৯১০ সালে ১৯ জুন প্রথমবার ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় পিতৃ দিবস। ১৯৬৬ সালে মার্কিন প্রেসিডেন্ট জুন মাসের তৃতীয় রবিবার পিতৃ দিবস পালন করার স্বীকৃতি দেন।

বাবাদের অবদান, তাদের কঠোর পরিশ্রমকে সম্মান জানানোর একটি দিন হল পিতৃ দিবস। পিতৃ দিবসের মূল উদ্দেশ্য বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা। বাবার প্রতি ত্যাগ, কঠোর পরিশ্রম এবং নিঃস্বার্থ সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ দেয় পিতৃ দিবসের দিন। গোটা পরিবারের সঙ্গে খুব আনন্দের সঙ্গে পালন করা যেতে পারে এই দিনটি। এই দিনটি পরিবারের সকল সদস্যকে একত্রিত করে পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করার দিন।