Durga Ashtami 2019: মহাষ্টমীতে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Photo Credits: PTI, ANI)

নতুন দিল্লি, ৬ অক্টোবর: Durga Puja 2019দুর্গাপুজোর মহাঅষ্টমী উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে শুভেচ্ছাবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখলেন, ''দুর্গাপুজো উপলক্ষ্যে প্রত্যেক ভারতীয় নাগরিকও ও প্রবাসী ভারতীয়দের জানাই শুভেচ্ছা। এই উৎসব হল মন্দ বা অশুভশক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের। দেবী দুর্গা আমাদের সবাইকে আশীর্বাদ দিন এবং আপানাদের জীবনকে সুখ, উন্নতি, সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন।''

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দুর্গাপুজো ও নবরাত্রীর অষ্টমী উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখলেন, '' নবরাত্রীর মহাপুজোয় শুভেচ্ছা জানাই। দেবী আমাদের সবার জীবনে সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসুক সেই কামনা করি।''

বাংলায় টুইট করেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহাষ্টমীতে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। টুইট বার্তায় মমতা লেখেন, সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা।

এদিকে, আজ, রবিবার মহাষ্টমী (Maha Ashtami)। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অঞ্জলি। নতুন জামাকাপড় পরে সবাই হাজির প্যান্ডেলে। চোখ বন্ধ করে পুরোহিতের কথা শুনে মন্ত্র উচ্চারণ করে ফুল হাতে অঞ্জলির পালা চলছে। অঞ্জলি সেরেই ঠাকুর দেখতে বের হওয়ার অপেক্ষা। গতকাল, মহাসপ্তমীতে জনপ্লাবনে ভাসার পর আজও প্রতিমা দর্শনে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হতে চলেছে। আজ দিনটায় সব উদ্বেগ ছেড়ে উৎসবে মিশে যাওয়ার পালা। যে কোনও বাঙালির কাছে বছরের এই দিনটা শুধুই উৎসবের। প্রথা মেনে বেলুড় মঠে চলছে কুমারী পূজার প্রস্তুতি।