Chaitra Navratri Saptami: চৈত্র নবরাত্রির সপ্তম দিনে পুজো করা হয় মা কালরাত্রির, জেনে নিন সপ্তমীর পুজোর গুরুত্ব...

বর্তমানে চলছে চৈত্র মাসের নবরাত্রি উৎসব। ২০২৪ সালের ১৫ এপ্রিল চৈত্র নবরাত্রির সপ্তম দিন। এই দিনে পুজো করা হয় মা কালরাত্রির। দেবী কালরাত্রিকে কাল অর্থাৎ অন্ধকারের দেবী মনে করা হয়। মা কালরাত্রির আরাধনার সময় জাগ্রত হয় ভানু চক্র, যার ফলে নাশ হয় সকল প্রকার ভয়ের, জীবনের যেকোনও সমস্যা সমাধান করার শক্তি পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক চৈত্র নবরাত্রির সপ্তমী ও মা কালরাত্রির পুজো সম্পর্কে বিস্তারিত।

মাতা কালরাত্রির পুজো করা হয় একদম সকালে এবং রাতে। তন্ত্র বিদ্যায় মা কালরাত্রির পুজোর কোনও বিকল্প নেই বলে মনে করা হয়। তবে কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এই পুজো করা উচিত নয়, তাহলে পুজো করা ব্যক্তির উপরেও এর খারাপ প্রভাব পড়তে পারে। মা কালরাত্রি পুজোয় মালপোয়ার মতো খাবার, গুড় বা গুড় দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করা উচিত, দেবী কালরাত্রির খুবই পছন্দের খাবার এটি।

মা কালরাত্রির পুজো করার আগে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হয়। এরপর প্রদীপ জ্বালিয়ে দেবী কালরাত্রিকে নিবেদন করতে হয় কুমকুম, হলুদ এবং ফুল। 'ওম কালরাত্রিয়ে নমঃ'- এই মন্ত্র জপ করতে করতে দেবী কালরাত্রিকে নিবেদন করতে হবে গুড় বা গুড়ের তৈরি মিষ্টি। সঠিক নিয়ম মেনে মা কালরাত্রির পুজো করা হলে লাভ হয় সুস্থ জীবন এবং বিনাশ হয় সকল প্রকার নেতিবাচক শক্তির।