ঈদ-উল-আজহা, ঈদ-আল-আধা কিংবা বকরি ঈদ, মুসলিম ধর্মের অন্যতম পবিত্র উৎসব। বকরি ঈদ দিয়েই শেষ হয় মুসলিম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ হজযাত্রা, এই উৎসব আত্মত্যাগের উৎসব কুরবানির উৎসব।
ইসলাম ধর্মের একটি জনপ্রিয় কিংবদন্তি অনুসারে, ঈদুল আজহায় আল্লাহ তায়ালা হযরত ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য তার প্রিয়তম জিনিসটি কুরবানী করতে বলেছিলেন, যার পর হযরত ইব্রাহিম আল্লাহর আদেশে তার পুত্র হজরত ইসমাইলকে কোরবানি করার সিদ্ধান্ত নেন। নবী যখন তার ছেলেকে কোরবানি দিতে যাচ্ছিলেন,একইভাবে তাকে জীবন দান করার সময় আল্লাহ তায়ালা কুরবানীকে ছাগলের পরিবর্তে রুপান্তরিত করেন। এ কারণে মুসলিম সমাজের মানুষ প্রতি বছর বকরি ঈদ উৎসব পালন করে একটি ছাগল কোরবানির মাধ্যমে এবং সেই কোরবানির ভাগ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করে।
এদিনে নামাজ শেষে মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দেন ধর্মপ্রাণ মুসলিমরা। দিনটিকে উদযাপন করতে বন্ধু স্বজনকে পাঠিয়ে দিন এই বকরি ঈদের শুভেচ্ছা বার্তা৷