কলকাতা, ৩০ অক্টোবর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে দীপাবলি (Diwali 2024)। গোটা দেশ আলোর মালায় সেজে উঠবে। এই আলোর উৎসবে বাঙালিরা করেন মা কালীর আরাধনা। দীপাবলিতে কালী পুজোর (Kali Puja) পাশাপাশি দিপান্বিতা লক্ষ্মী পুজোও (Laxmi Puja) হয় বাংলার বহু ঘরে। বাঙালিরা ভক্তি ভরে নিয়ম মেনে কেউ কালীর উপাসনা করেন আবার কেউ অলক্ষী বিদায় করে লক্ষী ঘরে তোলেন। সবকিছু মিলিয়ে দীপাবলিতে একেবারে অন্যরকম উদযাপন শুরু হয় বাংলার ঘরে ঘরে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো। প্রত্যেকবারই কার্তিক মাসে নিয়ম মনে অত্যন্ত নিষ্ঠাভরে বাঙালি শ্যামার আরাধনা করে।
আরও পড়ুন: Kali Puja 2024: কালী পুজোর কড়া নিয়ম, ভক্তিভরে কী কী ভোগ নিবেদন করবেন পুজোর স্থানে, দেখে নিন
এ বছর অমাবস্যা তিথি পড়েছে ৩১ অক্টোবর। অর্থাৎ বৃহস্পতিবার অমাবস্যা শুরু ঘ ৩/৭/৪২ থেকে। থাকবে ১ নভেম্বর অর্থাৎ শুক্রবার সন্ধে ৫/৮/৭ মিনিট পর্যন্ত। ওই সময়ই কালী পুজো হবে। নিয়ম মেনে কালী পুজোর আরাধনা করা হবে বাংলার প্রতিটি কোণায়।