Horoscope Today, 28 June, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষঃ ভালো মুহূর্তগুলোকে মনে করে বন্ধুত্বকে বাঁচিয়ে তুলুন। ভুল সিদ্ধান্ত মানসিক অশান্তি কারণ হবে। কথা দিয়ে না রাখতে পারলে, সেই কথা দেওয়া ঠিক নয়। বেশি ব্যয় না করে অর্থ সঞ্চয়ে মন দিন, ভবিষ্যতে কাজে দেবে।
বৃষভঃ ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার পাশাপাশি কিছুটা সময়ও দিন। ভালো জিনিসের দিকে মন টানবে। নিজের জন্য সময় পাওয়া খুব কঠিন হবে আজকের দিনে। কারো মন পাবার জন্য বেশি ব্যয় ঠিক নয়।
মিথুনঃ প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশ নিলে মাথা ঠাণ্ডা করে অংশ নিন। বাচ্চাদের সাফল্যে নিজে আনন্দিত হবেন। ফাঁকা সময়টা ভালো কাজে লাগান। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাবেন।
কর্কটঃ কাছের বন্ধুর সাহায্য আর্থিক উন্নতি সম্ভব। উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সকলের সাহায্য নিন। শরীরকে চাঙ্গা করতে বিনোদনমূলক কাজ করুন। অনুভূতি এবং চাপ নিজের মধ্যে চেপে রাখা ঠিক নয়।
সিংহঃ তর্ক এড়িয়ে চলুন, নাহলে কাছের মানুষের সঙ্গে সমস্যা হতে পারে। শরীরকে চাঙ্গা করতে খেলাধূলায় অংশ নিন। ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে গিয়ে মনোমালিন্য হতে পারে। আজকের দিনে আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন।
কন্যাঃ কর্মক্ষেত্রে একটি ভালো দিন হবে আজ। আজকের দিনে কিছুটা চটপটে থাকবেন। অবসর সময়ে বই পরতে গেল পরিবারের লোকেরা আপনার মনোযোগ নষ্ট করতে পারে। আত্মীয়র থেকে নেওয়া ঋণ আজকের দিনে ফেরত দিতে হবে।
তুলাঃ আপনি না চাইলে জোর করে আপনার সঙ্গে কেউ ঝগড়া করতে পারবে না। ঋণ দেওয়া অর্থ আজকের দিনে ফেরত পাবেন। কর্মক্ষেত্রে যোগ্য ব্যক্তির পদন্নোতির সুযোগ রয়েছে। খাওয়া দাওয়ার বিষয়ে নজর দিন।
বৃশ্চিকঃ পরিশ্রমের ফল ভালো হতে চলেছে। আঘাত পেলেও, নিজের শক্তি প্রদর্শন করতে ভুলবেন না। আপনার মিষ্টি স্বভাব অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলবে। অতিরিক্ত অর্থ জমি বাড়িতে বিনিয়োগ করতে পারবেন।
ধনুঃ উত্তেজনামূলক পরিস্থিতির সম্মুখীন হওয়ায় আর্থিক দিক থেকে লাভবান হবেন। কোন বিষয়ে নিজের মত জানাতে দুবার ভাববেন না। সময়ের সঠিক ব্যবহার করতে জানতে হবে। সমস্যার সমাধান করতে মন খুলে হাসা প্রয়োজন।
মকরঃ নিজের রোম্যান্টিকতা সকলের সামনে দেখানো ঠিক নয়। যোগব্যায়ামের মাধ্যমে শরীর এবং মন দুইই সুস্থ থাকবে। কর্মক্ষেত্রে কাজে আটকে যাওয়ার কারণে সন্ধ্যেটা নষ্ট হবে। বেশি খরচ, মানসিক শান্তি নষ্ট করবে।
কুম্ভঃ অন্যান্য দিনের মত আজও শরীর চর্চার পরিকল্পনা ভেস্তে যাবে। শরীরকে চাঙ্গা করতে খেলাধূলায় অংশ নিন। বেশি ব্যয় না করে অর্থ সঞ্চয়ে মন দিন, ভবিষ্যতে কাজে দেবে। কর্মক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন হতে পারে।
মীনঃ নতুন প্রকল্প শুরুর আগে বাবা মায়ের সম্মতি নিন। ভালো কাজে আজকের দিনে নিযুক্ত থাকুন, মন ভালো থাকবে। ব্যবসার কাজে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিন। ব্যবসায়ীরা আজকের দিনে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করুন।