Horoscope Today, 10 July, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ ঃ ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষঃ চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে।
মিথুনঃ ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাফল্যের পালক আপনার টুপিতেই শোভা পাবে।
কর্কটঃ শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আপনি একজন চিত্রশিল্পী হয়ে থাকলে আপনার আঁকা ছবি কোনো প্রদর্শনীতে পুরস্কৃত হতে পারে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ ঃব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। প্রেমিক–প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
কন্যা ঃ ফাটকা ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আজ লাভের দেখাও পাবেন। মামলা–মোকদ্দমায় প্রেমিক–প্রেমিকার মধ্যে ভুল–বোঝাবুঝি দূর হবে। বেকারদের কেউ কেউ আজ স্বাস্থ্যের কাজের খোঁজ পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।
তুলাঃ চাকরিপ্রত্যাশীদের কারও কারও জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক ঃবেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু ঃকর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমিক–প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
মকরঃ শিক্ষার্থীদের কারও কারও শিক্ষা সফরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।
কুম্ভঃ দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্য দেখা পাবেন।
মীনঃ বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ বিদেশ থেকে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।