Punjab FC vs Bengaluru FC, ISL 2024-25: আজকে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরসুমে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হবে আজকের এই ম্যাচ। বেঙ্গালুরু এফসি তাদের শেষ পাঁচটি ম্যাচের একটিতেও জিততে না পেরে আইএসএলে ঘুরে দাঁড়াতে মরিয়া। হায়দরাবাদ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর ওড়িশা এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরে যায় তারা। আসন্ন আইএসএল ম্যাচে পঞ্জাব এফসিকে হারিয়ে জয়ের পথে ফেরার লক্ষ্য বেঙ্গালুরুর। অন্যদিকে, আইএসএল পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে পাঞ্জাব এফসি। ছয় জয় ও দুই ড্রয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিশ্চিত করেছে তারা। বেঙ্গালুরুর মতো পাঞ্জাবও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা শেষ পাঁচটি লিগ ম্যাচে তিনটি হারের মুখোমুখি হয়েছে তারা। শেষ ম্যাচে ঘরের মাঠে জামশেদপুর এফসির বিপক্ষে হেরেছে তারা। Mumbai City FC vs East Bengal Video Highlights: সুযোগ হাতছাড়া, মুম্বইয়ের সঙ্গে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের; দেখুন ভিডিও হাইলাইটস
পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি
Turn it up to the MAX! 🔥
A sundown showdown in the capital. Let’s do this, Blues! 🔵#WeAreBFC #PFCBFC #ನೀಲಿಎಂದೆಂದಿಗೂ pic.twitter.com/sogqKSKXu3
— Bengaluru FC (@bengalurufc) February 1, 2025
পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
১ ফেব্রুয়ারি নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, New Delhi) আয়োজিত হবে পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।