Horoscope Today, 30 December, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে
মেষ রাশিঃ কাজ-কর্ম নিয়ে দুশ্চিন্তায় ভোগান্তির দিন। হঠাৎ করেই কাজের ক্ষেত্রে দেখা দেবে দীর্ঘসূত্রিতা। প্রায় সম্পন্ন কাজের এ বাধা আপনার মানসিক অস্থিরতা বাড়িয়ে দেবে। বয়স্ক পিতার শারীরিক অবস্থার অবনতির ভয়।
বৃষ রাশিঃ সকল প্রকার বৈদেশিক কাজে আজ বাধা-বিপত্তির আশঙ্কা প্রবল। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সময় মতো বিদেশ যাত্রায় দেখা দেবে অনিশ্চয়তা। শিক্ষা জীবনের ইতি টেনে কর্মজীবনে ঢুকতে হবে পেটের তাগিদে।
মিথুন রাশিঃ সাংসারিক বিষয়ে জীবন সাথীর অকথ্য কথা-বার্তাকে মুখ বুজে হজম করতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে দেখা দেবে অনিশ্চয়তা আর অস্থিরতা। কোনো সিদ্ধান্তই তাড়াহুড়া করে নেয়ার ফল ভালো হবে না।
কর্কট রাশিঃ দাম্পত্য ক্ষেত্র হয়ে উঠবে রণক্ষেত্র। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ও মানসিক অবস্থা ভালো যাবে না। ব্যবসা-বাণিজ্য নিয়ে হঠাৎ করেই কিছু দুশ্চিন্তার উদ্বেগ হতে পারে। বিবাহের আলোচনায় অনভিপ্রেত বাধা।
সিংহ রাশিঃ কর্ম পরিবেশ আজ আপনার অনুকূলে থাকার সম্ভাবনা কম। পরিকল্পনা অনুসারে কাজ করা হবে কঠিন। সহকর্মীদের সঙ্গে দেখা দেবে জটিলতা। নিজের কাজের প্রতি অনীহা ও অবসাদ দেখা দেবে।
কন্যা রাশিঃ সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে বাধা-বিপত্তি আপনাকে ভোগাবে। আজ মানসিকভাবে এতটাই অস্থির থাকবেন যে, প্রেম-ভালোবাসার কথাও লাগবে বিষময়। প্রেমিকের সঙ্গে অকারণেই ঝগড়া করতে পারেন।
তুলা রাশিঃ আত্মীয়-স্বজনদের অন্যায় আবদার রক্ষা করতে গিয়ে মন খারাপ হওয়ার ভয়। যানবাহন নিয়ে রাস্তাঘাটে বিপাকে পড়তে পারেন। নিত্য প্রয়োজনীয় কোনো যন্ত্রাংশ নষ্ট হওয়ায় মন খুব খারাপ হয়ে যাবে।
বৃশ্চিক রাশিঃ আদরের ভাই-বোনের উপর খুবই ক্ষিপ্ত হতে পারেন। নেটওয়ার্ক জটিলতা বা হ্যাকিংয়ের কবলে পড়ার আশঙ্কা প্রবল। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে ভুল তথ্য আপনাকে আজ ভোগাবে।
ধনু রাশিঃ ব্যবসায়ীক জীবনে আয়-রোজগারে দেখা দেবে বাধা-বিপত্তি। পাওনা অর্থ আজ পাওয়ার নিশ্চয়তা নেই। ফলে কথা দিয়েও কথা রাখতে না পারার লজ্জায় ভুগবেন। নগদ অর্থের সঙ্কট হবে প্রকট।
মকর রাশিঃ আজকের দিনটি আপনার ব্যক্তি ও কর্মজীবনে বহু বাধা-বিপত্তি আর জটিলতা নিয়ে আসতে চলছে। পরিকল্পনা অনুসারে একটি কাজও হবে না। উপরন্তু দেখা দেবে শারীরিক সমস্যা।
কুম্ভ রাশিঃ আর্থিক জরিমানার সম্মুখীন হতে চলছেন। এমন কোনো কাজ না করাই উত্তম যাতে জটিলতা বৃদ্ধি পায়। ব্যবসায়ীক কারণে অর্থ লোকসানের আশঙ্কা। দূরের যাত্রায় হতে হবে সাবধান।
মীন রাশিঃ বড় ভাই-বোনের সঙ্গে মানসিক দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারেন। বন্ধুর উপদেশ বা পরামর্শও আজ ভালো লাগবে না। আর্থিক ক্ষেত্রে বড় ঝুঁকি নিতে গিয়ে ব্যবসায় অর্থ সঙ্কট দেখা দেবে।