গুরু রবিদাস ছিলেন একজন সাধু ও কবি, যার গুরুত্বপূর্ণ অবদান ছিল ভক্তি আন্দোলনে। রাইদাস নামেও পরিচিত ছিলেন গুরু রবিদাস। সামাজিক বিভাজন দূর করে ব্যক্তিগত আধ্যাত্মিক আন্দোলনকে উৎসাহিত করার উপর জোর দিয়েছিলেন তিনি। সন্ত রবিদাস কেবল একটি পথ জানতেন, তা হল ভক্তির পথ। তাঁর বিখ্যাত উক্তি "মন চাঙ্গা তো কাঠৌতি মে গঙ্গা"।
১৩৭৭ খ্রিস্টাব্দে উত্তর প্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন সন্ত গুরু রবিদাস। পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। দুঃখী মানুষের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন শ্রীগুরু রবিদাস। গুরু রবিদাস জয়ন্তী পালন করার মূল কারণ হল জাতি ও শ্রেণী বৈষম্যের অবসান ঘটানোর জন্য কাজ করার পাশাপাশি সমাজে সাম্য ও ন্যায়বিচারের জন্যও লড়াই করেছিলেন গুরু রবিদাস। তিনি তাঁর দু'টি কবিতার মাধ্যমে সমাজের মানুষকে সঠিক পথ দেখানোর কাজও করেছেন।
গুরু রবিদাস অত্যন্ত উৎসাহের সঙ্গে সামাজিক কাজে অংশগ্রহণ করতেন যাতে মানুষের মধ্যে ভালো মূল্যবোধ ছড়িয়ে পড়ে। প্রতি বছর পরিবর্তিত হয় রবিদাস জয়ন্তীর তারিখ। ২০২৫ সালে রবিদাস জয়ন্তী পালন করা হবে ১২ ফেব্রুয়ারি। এদিন ব্রহ্মমুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করে মিছিল করে তাঁর ভক্তরা। এছাড়া ভজন-কীর্তন ও সন্মেলনের আয়োজন করা হয় এদিন।