Nirmala Sitharaman (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১ ফেব্রুয়ারিঃ শুক্রবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আজ, ১ ফেব্রুয়ারি শনিবার নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের তৃতীয় জামানায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। টানা অষ্টমবার বাজেট পেশ করে নয়া রেকর্ড গড়লেন নির্মলা। শনিবার বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী জানান, এইবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে মধ্যবিত্তদের উপর। সেই কথা মতই মধ্যবিত্তদের জন্যে স্বাস্থ্যখাতে বড় ছাড়ের ঘোষণা করলেন তিনি। জানালেন, ক্যানসার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়া হল।

২০২৫-২৬ এর বাজেটে ক্যানসার রোগীদের জন্যে বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। এই দুরারোগ্য ব্যাধির আকাশ ছোঁয়া ওষুধের দাম জোগাড় করতে ভিটে মাটি বেচে পথে বসতে হয় কতশত পরিবারকে। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাতে আগামী দিনে কোন পরিবারকে যেতে না হয় তার জন্যে ক্যানসার (Cancer) রোগীদের চিকিৎসায় অনেকটা সুবিধা দিল কেন্দ্র।

৩৬টি জীবনদায়ী ওষুধ থেকে শুল্ক প্রত্যাহারঃ

অর্থমন্ত্রী জানান, ক্যানসারের ওষুধ পুরোপুরি শুল্ক মুক্ত করা হল। ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকেও শুল্ক প্রত্যাহার করা হল। যার মধ্যে রয়েছে ট্রাস্টুজুমাব, ওসিমেরটিনিব এবং দুরভালুমাবের মতো জীবন রক্ষাকারী ওষুধ। এছাড়াও ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করেন নির্মলা সীতারামন।