নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারিঃ রাজীব কুমারের (Rajiv Kumar) উত্তরসূরি হলেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলের জ্ঞানেশ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) - তিন সদস্যের নির্বাচন কমিটির বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমারের নাম বাছাই করা হয়েছে। এদিন রাতেই কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে সেই ঘোষণা করা হয়। ১৯ ফেব্রুয়ারি, বুধবার নিজের দায়িত্ব গ্রহণ করবেন জ্ঞানেশ। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনারের পদে থাকবেন তিনি।
জ্ঞানেশ কুমার কে?
ভারতের ২৬'তম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে যে দুজন নির্বাচন কমিশনার দায়িত্বে রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জ্ঞানেশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি।
উত্তরপ্রদেশের বাসিন্দা জ্ঞানেশ ১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে তিনি আইআইটি কানপুর থেকে বিটেক পাস করেন। এরপর অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু জ্ঞানেশের। বিজনেস ফিন্যান্স নিয়ে পড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পাড়ি দেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এইচআইআইডি থেকে পরিবেশগত অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন ৷
অতীতে প্রতিরক্ষা মন্ত্রক যুগ্মসচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন জ্ঞানেশ। সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন তিনি। জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি।
মুখ্য নির্বাচন কমিশন হিসাবে জ্ঞানেশ কুমারের কার্যকালে বহু রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে বিধানসভা ভোট রয়েছে। শুধু তাই নয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) দায়িত্বে ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে।