নতুন দিল্লি, ২৪ জানুয়ারি: নির্বাচন কমিশনের প্রস্তাবকে সমর্থন, এবার আধার কার্ডের সঙ্গে সচিত্র ভোটার পরিচয়পত্রের সংযুক্তিকরণ (Aadhaar-Voter ID Linking) প্রক্রিয়া শুরু হবে। একটি নামী সংবাদপত্রের তথ্য বলছে নির্বাচন কমিশনের অনুরোধে সাড়া দিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। এক কথায় আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের জন্য আধার সংশোধন আইন আনতে চলেছে কেন্দ্র। ২০১৫ সাল নাগাদ প্রথম ভোটার কার্ডে আদার নম্বর লিংক শুরু হয়। প্রধানত ভুয়ো ভোটার কার্ড নির্মূলের ক্ষেত্রে এই পদ্ধতি দারুণভাবে সহযোগিতা করেছে। যাদের নামে একাধিক ভোটার কার্ড ছিল, এই সংযুক্তিকরণ প্রক্রিয়ায় তা বাতিল হয়েছে। এই পদক্ষেপের অন্যতম উপদেষ্টা ছিলেন তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার এইচএস ব্রহ্ম। গত আগস্ট মাস পর্যন্ত ৩৮ কোটি ভোটার কার্ডের সঙ্গে আধারের সংযুক্তি সেরে ফেলেছে নির্বাচন কমিশন।
কেরোসিন, গ্যাস নেওয়ার ক্ষেত্রে আধার নম্বর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। গত আগস্টেই স্থগিতাদেশ জারি হয়েছে, মূলত ইউনিক আধার নম্বরের সংরক্ষণের জন্যই স্থগিতাদেশ। সুপ্রিম রায়ের পর নির্বাচন কমিশন জানায় আধার অবশ্যই সরকারি ভর্তুকির সুবিধা পেতে দেশের মানুষ ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে ভোটার কার্ডের সঙ্গে আধার লিংকের ব্যবস্থা করলেই হয়ে যায়। ২০১৯-এর আগস্টে আইন মন্ত্রকে বিষয়টি জানানোর পাশাপাশি ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের জন্য নোটিসও জারি করে নির্বাচন কমিশন। এরপরেই পাল্টা চিঠি কমিশনকে দেয় আইন মন্ত্রক। তাতে বলা হয়, ভোটারকার্ডে আধারের তথ্য সংরক্ষণের জন্য। এ জবাব কমিশন জানায় আধারের তথ্য সংক্রান্ত বিষয়ি প্রকাশ্যে আসবে না, কমিশন এতে নাকও গলাবে না। এই প্রর্কিয়াটি নিয়্ন্ত্রিত হবে কম্পিউটারে, যেখানে প্রতিটি নাগরিকের আধারের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আরও পড়ুন-CRPF Jawan Dies: রাইফেলের গুলিতে আত্মঘাতী মুকেশ আম্বানির বাংলোর সিআরপিএফ জওয়ান, মুম্বইতে চাঞ্চল্য
ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর যাতে সংযুক্ত হয় সেজন্য ইসির প্রস্তাবে রাজি হয়েছে আইন মন্ত্রক। এবং শিব শিগগির অনিয়ে আদার সংশোধনী আইনও আনা হবে বলে মনে করা হচ্ছে। এই আধার সংশোধনী আইন নিয়ে মন্ত্রক ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আসন্ন মন্ত্রিসভার বাজেট অধিবেশনেই প্রসঙ্গটির উত্থাপন করা হবে। সেই সময় হয়তো বিলটি পাসও হয়ে যেতে পারে।