প্রতীকী ছবি(Photo Credit: ANI)

মুম্বই ২৪ জানুয়ারি: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাংলোর বাইরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতী সিআরপিএফ (CRPF) জওয়ান। তবে প্রাথমিক ভাবে একে দুর্ঘটনা বলেই মনে করছেন তদন্তকারীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইতে মুকেশ আম্বানির বাংলোর বাইরে। দক্ষিণ মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার রাজীব জৈন জানিয়েছেন, 'এটা দুর্ঘটনা। এটা কোনও আত্মহত্যার ঘটনা নয়।' VIP মুকেশ আম্বানির Z+ ক্যাটাগরির সুরক্ষা নির্ধারিত রয়েছে। স্ত্রী নীতা আম্বানিরও Y ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে। সেসব দেখভালের দায়িত্বে ছিলেন সিআরপিএফ জওয়ান দেবদান বাকোতরা (৩১)। তাঁর বাড়ি গুজরাটের জুনাগড়ে। ২০১৪-তে দেবদান সেনাবাহিনীতে যোগ দেন।

জানা গিয়েছে, গুলি চলার শপ্দ পেয়েই বাকি নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর আহত দেবদানকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তারপরেও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েদেন দেবদানের আগেই মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গেই মৃত জওয়ানের পরিবারকে খবর দেওয়া হয়। দুঃসংবাদ পেয়েই মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়ে যান দেবদানের পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে ৭টা নাগাদ আম্বানিদের ২৭ তলা বাংলো আন্তিলিয়ার বাইরে। সেখানেই মোতায়েন ছিলেন দেবদান বাকোতরা। আরও পড়ুন-Pranab Mukherjee: ‘দেশজুড়ে চলা সাম্প্রতিক আন্দোলন ভারতীয় গণতন্ত্রকে মজবুত করবে’, নাম না করেই সিএএ বিরোধিতায় সমর্থন প্রণব মুখার্জির

এদিকে একজন নিরাপত্তারক্ষীর এই আত্মঘাতী হওয়ার ঘটনায় বাকিদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। দেবদান সত্যি সত্যি আত্মঘাতী হয়েছেন নাকি দুর্ঘটনাবশত তাঁর রাইফেল থেকে গুলি ছুটেছে তানিয়ে ধন্দ রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে মুখ খুলছে না, যেহেতু মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে দুর্ঘটনাই ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কেনান দেবদানের বুকে দুটো গুলি লেগেছে। যার জেরে তাঁর মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা স্বয়ংক্রিয় রাইফেলের গুলিতে যদি আত্মহত্যাই করতেন তাহলে একবার গুলি চালালেই যথেষ্ট ছিল। তবে অনেকেই মনে করছেন, আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান, কেননা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।