ট্র্যামপোলিন পার্কে গিয়ে হাত ভাঙল এক মহিলার। বিনোদনের নামে এই ট্র্যামপোলিন পার্কগুলিতে (Trampoline Park) কী হয়,তা নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন এই মহিলা। রাজস্থানের উদয়পুরের (Udaipur) বাসিন্দা ওই মহিলা জানান, ট্র্যামপোলিন পার্কে যে প্রশিক্ষিত কর্মীদের রাখার কথা, তাঁদের সেখানে রাখা হয় না। শুধু তাই নয়, ট্র্যামপোলিন পার্কে পরার জন্য কোনও মোজাও দেওয়া হয় না। ফলে দুজন দুদিক থেকে যখন ট্র্যামপোলিন পার্কে গিয়ে পড়েন, নীচে থাকা মহিলার হাত ভেঙে যায়। ট্র্যামপোলিন পার্কে চিকিৎসারও কোনও ব্যবস্থা ছিল না। ফলে সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর ভাঙা হাতের চিকিৎসা চলে। আর কেউ যাতে কখনও ট্র্যামপোলিন পার্কে না যান, সে বিষয়ে সতর্কতা জারি করেন ওই মহিলা। প্রশিক্ষিত কর্মী, মোজা না থাকলে, ট্র্যামপোলিন পার্কে যে কোনও সময়ে বিপদ ঘটে যেতে পারে বলে ওই মহিলা সতর্ক করেন।
ট্র্যামপোলিন পার্ক নিয়ে ওই মহিলা কী বললেন দেখুন...
View this post on Instagram
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)