বেঙ্গালুরু, ২৮ অগাস্ট: ইতিহাস বইয়ে বীর সাভারকরের (Veer Savarkar) বিষয়ে দেওয়া তথ্য নিয়ে জোর বিতর্ক কর্নাটকে (Karnataka)। বুলবুলি পাখির (Bulbul Birds) ডানায় চেপে আন্দামানের সেলুলার জেল (Andaman Cellular Jail) থেকে নাকি বেরিয়ে পড়তেন সাভারকর। দেখে আসতেন নিজের মাতৃভূমিকে। এমন কথাই লেখা হয়েছে কর্নাটকের ক্লাস এইটের বইয়ে (Class 8 Kannada Textbook)। রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।
পাঠ্যপুস্তক সংশোধন কমিটি সংশোধিত উচ্চ বিদ্যালয় পাঠ্যক্রমে বিনায়ক দামোদর সাভারকরের উপর একটি চ্যাপ্টার যোগ করেছে। আর সেই চ্যাপ্টার নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। ক্লাস এইটের কন্নড় পাঠ্যপুস্তকে বলা হয়েছে যে আন্দামানের সেলুলার জেলে বন্দি থাকাকালীন সাভারকর পাখির ডানায় বসে মাতৃভূমি দেখার জন্য উড়ে যেতেন। নতুন পাঠ্যপুস্তকের একটি অনুচ্ছেদে বলা হয়েছে, যে ঘরে সাভারকরকে বন্দী করা হয়েছিল, সেখানে একটি চাবি ঢোকানোর মতোও ছিদ্রও ছিল না। কিন্তু, বুলবুলি পাখি ঘরে যেত এবং সাভারকর তাদের ডানায় বসে উড়ে যেতেন। প্রতিদিন তিনি মাতৃভূমিতে আসতেন বুলবুলি পাখির ডানায় চেপে।" আরও পড়ুন: Noida Supertech Twin Towers Demolition: কুতুব মিনারের চেয়েও দীর্ঘ নয়ডার সুপারটেক টুইন টাওয়ার ধ্বংসের পর নিমেষে ধুলোয় পরিণত (দেখুন ভিডিও)
ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সাভারকারের ভূমিকা বারেবার প্রশ্নের মুখে পড়েছে। সাভারকরকে নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS), বিজেপি (BJP) ও কংগ্রেসের (Congress) মধ্যে বিরোধী কয়েক দশকের পুরনো। জেলে থাকাকালীন ইংরেজদের কাছে ক্ষমাপ্রার্থনা করে সাভাকরের চিঠি নিয়ে বারেবারে বিজেপি ও আরএসএসকে নিশানা করেছে বিরোধীরা। যদিও বিজেপি দাবি করেছে, সাভারকরকে নিয়ে জনমানসে ভুল প্রচার করেছে কংগ্রেস ও কমিউনিস্টরা।