Noida Twin Towers Demolition. (Photo Credits: Twitter)

নয়ডা, ২৮ অগাস্ট: যাবতীয় প্রস্তুতির পর ভাঙা হল ৯৭ মিটার লম্বা নয়ডার সুপারটেক টুইন টাওয়ার। ঠিক দুপুর আড়াইটে-তে সাইরান বাজিয়ে ভাঙা হল কুতুব মিনারের চেয়েও দীর্ঘ এই গগণচুম্বি টাওয়ার। ৩৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে মাত্র ৯ সেকেন্ডেই ধুলোয় পরিণত করা হল এই টাওয়ারটিকে। অবৈধ নির্মাণের অভিযোগে নয়ডার এই টুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই জোড়া বহুতলের একটির নাম অ্যাপেক্স। উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে। তার উচ্চতা ৯৭ মিটার। এই যমজ টাওয়ার কুতুব মিনারের চেয়েও লম্বা।  এই দু’টি টাওয়াপে সব মিলিয়ে মোট ৯০০টি ফ্ল্যাট ছিল। মোট সাড়ে সাত লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে রয়েছে এই টুইন টাওয়ার।

টাওয়ার দুটির পিলারে প্রায় ৭ হাজার গর্তে বিস্ফোরক ঢোকানো হয়েছিল। এই গর্তগুলি প্রতিটি ২ মিটার, অর্থাৎ মোট ১৪ কিমি গর্তে বিস্ফোরক ঢোকানো হয়। সবকিছু একত্রিত করতে ২০ হাজার সার্কিট সেট করা হয়েছে। এমনভাবে বিস্ফোরণ ঘটানো হয় যাতে টাওয়ারটি সোজা হয়ে মাটিতে পড়ে। টাওয়ার ভেঙে পড়ার পর ৫৫ হাজার টন ধ্বংসাবশেষ সরাতে সময় লাগবে অন্তত তিন মাস। আরও পড়ুন-হোস্টেলের ঘরে দলবদ্ধভাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখা যাবে না, পড়ুয়াদের নির্দেশ দিল শ্রীনগরের কলেজ

দেখুন ভিডিও

ভাঙার পর গোটা এলাকায় ধুলোয় ঢেকে যায়। এলাকার কাউকে বাড়ি থেকে বের হতে না করা হয়েছে। সবাইকে ঘরেও মাস্ক পরে থাকতে বলা হয়েছে। সাবধানতা অবলম্বলন করে হাসপাতালে ৫০টি বেড বুক করা ও অ্যাম্বুলেন্স তৈরি রাখা হয়েছে। ৫৬০ জন পুলিশ কর্মী, রিজার্ভ ফোর্সের ১০০ জন, ৪টি কুইক রেসপন্স টিম এবং এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। টুইন টাওয়ারের আশপাশ থেকে সকলকে সরে যাওয়ার জন্য মাইকে ঘোষণা করা হচ্ছে। যাকেই আশপাশে দেখা যাচ্ছে, তাকেই সরিয়ে দিচ্ছে পুলিশ। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে দমকলের কয়েকটি ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স আনা হবে।