শ্রীনগর, ২৮ অগাস্ট: আজ এশিয়া কাপে (Asia Cup 2022) মহারণ। মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এদিকে, জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) একটি কলেজ ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ ঘিরে পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি করেছে। শ্রীনগরের (Srinagar) ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (National Institute of Technology) নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানটি এক নির্দেশিকায় পড়ুয়াদের দলবদ্ধ হয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচ না দেখার কথা বলেছে। এছাড়াও ম্যাচ নিয়ে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু পোস্ট না করতেও বলা হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ারের ডিনের জারি করা নোটিশে কলেজ কর্তৃপক্ষ ম্যাচ চলাকালীন পড়ুয়াদের নিজের নিজের ঘরেই থাকতে বলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "পড়ুয়ারা সচেতন যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিভিন্ন দেশকে নিয়ে একটি ক্রিকেট সিরিজ চলছে। খেলাকে খেলা হিসেবে গ্রহণ করার এবং ইনস্টিটিউট/হোস্টেলে কোনও ধরনের শৃঙ্খলা সৃষ্টি না করার জন্য পড়ুয়াদের নির্দেশ দেওয়া হচ্ছে। রবিবারের ম্যাচ চলাকালীন পড়ুয়াদের বরাদ্দকৃত ঘরে থাকতে বলা হচ্ছে। একে অন্যের ঘরে না যাওয়া ও দলবদ্ধভাবে ম্যাচ না দেখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। যদি দেখা যায় কোনও ঘরে জড়ো হয়ে ম্যাচ দেখা হচ্ছে, তবে সেই নির্দিষ্ট ঘরটি যে ছাত্রদের জন্য বরাদ্দ করা হয়েছে তাদের হোস্টেলের সুবিধা আর দেওয়া হবে না। জড়িত সমস্ত ছাত্রদের কমপক্ষে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।" আরও পড়ুন: Supertech Twin Towers Demolition: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, আজই বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হবে নয়ডার সুপারটেক টুইন টাওয়ার
পড়ুয়াদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ম্যাচ সম্পর্কিত কোনও কিছু পোস্ট করা এড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, ম্যাচ চলাকালীন বা পরে তাদের হোস্টেলের ঘর থেকে বের না হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।